রাজ আমাকে সব সময় আব্বা বলে ডাকে...

ফজলুর রহমান বাবুকে ঘিরে নাসির উদ্দীন খান, চিত্রনায়ক শরীফুল রাজ ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক ও অভিনেতা এরফান মৃধা শিবলু।
ছবি: ফেসবুক

এক ফ্রেমে চার অভিনয়শিল্পী। তাঁদের মধ্যমণি হয়ে আছেন ফজলুর রহমান বাবু। তাঁকে তিন পাশ থেকে ঘিরে রেখেছেন নাসির উদ্দীন খান, চিত্রনায়ক শরীফুল রাজ ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক ও অভিনেতা এরফান মৃধা শিবলু। বাবুকে ধরে ফেসবুকে পোস্ট করা সেই হাসিখুশি ছবিটি যেন অনেক কথা বলছে। ছবিটি নিয়ে ভক্তদের প্রশ্ন, ‘বাবু ভাইকে কী বলছেন তারা?’ সে কথাই জানতে চেয়েছিলাম ছবির কারিগর পরিচালক মোস্তফা কামাল রাজ ও ফজলুর রহমান বাবুর কাছে।

দেশে সিনেমার শুটিং হলেও সেই লুক হরহামেশা ফাঁস হয়ে যায়। সেগুলো টিমের অগোচরে অনলাইনে চলে আসে। কখনো তারকারা শুটিং ইউনিট থেকে লুক নিয়ে ফেসবুকে লাইভ করেন। কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনাও রয়েছে। গত সেপ্টেম্বর মাসে পরিচালক মোস্তফা কামাল রাজ তাঁর ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিং ও ডাবিং শেষ হলেও এখনো সিনেমাটির কোনো লুক বাইরে আসেনি। এ জন্য ব্যতিক্রম উদ্যোগ নিতে হয়েছে রাজকে। শুটিংয়ের আগে কড়া নিষেধ ছিল ছবি তোলা নিয়ে। এ ছাড়া লোকেশনে গিয়েও যেন শুটিংয়ের সময়ে কেউ ছবি তুলতে না পরে, এ জন্য ছিল আলাদা ব্যানার। সেখানে লেখা ছিল, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ ছবি ও ভিডিও ধারণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।’

শিপুল, রাজ ও নাসির উদ্দীন খান। ছবি: ফেসবুক

ছবি তোলায় বিধিনিষেধ থাকায় তারকারাও পকেট থেকে ফোন বের করে তেমন ছবি তোলেননি। ইউনিটের কাউকে দেখা যায়নি ছবি তুলতে। সেখানে হঠাৎ পরিচালক রাজ বললেন, এবার ছবি তোলা হবে। তাতেই যেন সবার মধ্যে অন্যরকম আবহ বয়ে গেল। রাজ বলেন, ‘আমার সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাবু ভাই, নাসির ভাই রাজ ও শিবলু। তাঁদের নিয়ে আমরা শুটিং করছিলাম টেকনাফের সৈকতে। আমাদের শুটিং শেষ। বসে আড্ডা দিচ্ছি। সিনেমার শুটিংয়ের নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। তখন আমি প্রথম বলি, আপনাদের একটি ছবি তুলি। ছবি তুলতে গিয়ে দেখলাম তাঁরা ব্যাপক আড্ডা দিচ্ছেন। আর বাবু ভাই তো মজার মানুষ। তাঁকে ঘিরে ধরলেন অন্যরা।’

শুটিংয়ের ছবি তোলা ও ভিডিও করা নিষেধ ছিল। ছবি: ফেসবুক

ছবি তোলার সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছিল জানতে চাইলে রাজ বলেন, ‘তাঁদের কথা বলার কোনো শেষ নেই। তাঁদের বন্ধুত্ব এতটাই হয়ে গিয়েছিল। রাজ যে কানে কানে কী বলতে ছিল, আবার নাসির ভাই কী বলছেন, সেটা শুধু তাঁরাই জানেন। তবে তখন অনেক হাসাহাসি হচ্ছিল। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল। আমাদের সিনেমা, বর্তমান সিনেমার অবস্থা সব বিষয় নিয়েই কথা হয়। কিন্তু কী কথা হয়েছিল, এটা আপনি বাবু ভাইয়ের কাছে শুনতে পারবেন।’

ফজলুর রহমান বাবু মানে সেই শুটিংয়ে সবাই প্রাণবন্ত। এর কারণ, এ অভিনেতা থাকেন আড্ডার মধ্যমণি। কথার শুরুতে বাবু হেসে বললেন, ‘তাঁরা তো আমার সঙ্গে অনেক দুষ্টুমি করে। অনেক মজা করে। সবাই আমার ছোট। নানা বিষয়ে কথা হয়। আমি সবার সিনিয়র, সেই জায়গা থেকে সবাইকে স্নেহ করি। তারা ভালো অভিনেতা। সবাই প্রাণখোলা আনন্দবাজ। রাজ আমাকে সব সময় আব্বা বলে। আবার নানা দুষ্টুমিও করে। আর নাসিরও অনেক মজার মানুষ।’ জানা যায়, ঈদুল ফেতরে মুক্তি পাবে ‘ওমর’ সিনেমা।

পরিচালক মোস্তফা কামাল রাজ। ছবি: ফেসবুক

এ সময় ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা দারুণ। একসঙ্গে “ওমর” সিনেমার শুটিং করতে গিয়ে এখন রাজ সব সময় আমাকে আব্বা বলে ডাকে। কথায় কথায় খালি আব্বা ডাকে। মজা করে। এর পেছনে মজার গল্প আছে। তবে একটা বিষয় আমি নিশ্চিত। তারা সবাই আমাকে খুব ভালোবাসে। সবাই অন্তর থেকে ভালোবাসে। এটা দেখেই বোঝা যায়। এ ভালোবাসার কথা মুখে বলতে হয় না, তাঁদের দেখলেই বোঝা যায়। “ওমর” সিনের দিনগুলো দারুণ কেটেছে।’