শাকিব খান এবারও কথা রাখবেন না?

শাকিব খান

এবারের ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে। সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। সিনেমা নিয়ে আলোচনার ভিড়ে শাকিব খানকে নিয়েও আলোচনা চলছে; অনেকেই বলছেন, শাকিব খান কবে সিনেমা হলে যাবেন?
ঢাকাই সিনেমার এ চিত্রনায়ক ঘোষণা দিয়েছিলেন, এবার ঈদে প্রথমবার মা–বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে যাবেন। তাঁকে সপরিবার কাছে পেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কিন্তু সপ্তাহ পেরোলেও শাকিব খানের দেখা মেলেনি। যেখানে হলিউড–বলিউড তারকাদের সিনেমার প্রচারণায় হলেও যেতে দেখা যায়; সেখানে শাকিব খানকে হলে পাওয়া যাচ্ছে না কেন? ভক্তদের কেউ কেউ বলছেন, শাকিব খান হলে না এলেও তাঁর সিনেমা চলবে। তবে হলে আসার ঘোষণা দিয়ে কেন কথা রাখছেন না তিনি?
বিষয়টি জানতে বৃহস্পতিবার শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।

২১ এপ্রিল শাকিব খান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব।’
দুই দশকের ক্যারিয়ারে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ক্যারিয়ারজুড়ে অন্তত ৪০টি ঈদ পেয়েছেন তিনি। তবে কখনোই মা–বাবাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তাঁর কোনো ছবি দেখা হয়নি। ফলে মা-বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার ঘোষণাটি ভক্তদের ভেতর আগ্রহ তৈরি করেছে। ভক্তরা এখনো আশায় আছেন, নতুন সিনেমার শুটিংয়ের আগে মা-বাবাকে নিয়ে সিনেমা হলে আসবেন শাকিব।

শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

শুধু এবারই নয়, এর আগেও সিনেমার প্রচারণায় শাকিব খানকে খুব একটা দেখা যায়নি। ‘গলুই’ মুক্তি পাওয়ার সময় প্রিমিয়ারে গিয়েছিলেন শাকিব, কিন্তু সিনেমা মুক্তির পরে কোনো হলে দেখা যায়নি তাঁকে।

একের পর এক সিনেমার ঘোষণা
বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে শাকিব খানের জন্মদিনে ‘রাজকুমার’ নামে একটি সিনেমার ঘোষণা দেওয়া হয়। এই সিনেমায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিনয়ের কথা ছিল। গত বছরই সিনেমার দৃশ্যধারণের কথা ছিল। পরে আর সিনেমার কাজ এগোয়নি। সিনেমাটি আদৌ হবে কি না, জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে ৯ মাস অবস্থানের পর দেশে ফেরেন শাকিব। সেদিন পথ থেকেই তিনি জানিয়েছিলেন, বেশ কিছু সুখবর আছে। সে সময় গণমাধ্যমে সেই খবর প্রচারিত হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শাকিব খান গণমাধ্যমে বলেন, ভালো ভালো নিউজ অপেক্ষা করছে সবার জন্য।
কয়েক দিনের ব্যবধানে শাকিব খানের ‘প্রেমিক’ নামে একটি সিনেমার ঘোষণা আসে। সিনেমার পরিচালনার কথা রয়েছেন ‘পরাণ’, ‘দামাল’ সিনেমার নির্মাতা রায়হান রাফির। ডিসেম্বরে সিনেমার দৃশ্যধারণের কথা থাকলেও তা হয়নি। কবে হবে, তা–ও জানা যায়নি।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালকের সৌজন্যে

রায়হান রাফি ব্যস্ত অন্য সিনেমা নিয়ে। এর মধ্যে দুটি অসমাপ্ত সিনেমা ‘আগুন’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর দৃশ্যধারণে সময় দেন। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে।

শাকিব দেশে ফেরার পর নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি। মে মাস থেকে ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমার দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে একসঙ্গে চারটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান।

‘অন্তরাত্মা ’ ছবির সেটে শাকিব খান
সংগৃহীত

এর মধ্যে ছিল ‘পাসওয়ার্ড–২’, ‘ফাইটার’, ‘বীর’ ও ‘প্রিয়তমা’। আগামী মে মাসে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমাটির দৃশ্যধারণের কথা রয়েছে। এই সিনেমার প্রযোজক হিসেবে ভার্সেটাইল মিডিয়ার নাম গণমাধ্যমে এসেছে। এতে শাকিব খান প্রযোজক হিসেবে থাকবেন কি না, জানা যায়নি। এটি আগের সিনেমাটি কি না, সেটাও জানা যায়নি। তবে একই নামে দুটি সিনেমার শুটিং হওয়ার কথা নয়। যদি হয়, সেটাও হতে পারে শাকিবের চমক। ‘প্রিয়তমা-২’ হলে ভক্তরা হয়তো আগ্রহী হবেন। কারণ, শাকিবকে সিকুয়েল সিনেমায় তেমন একটা দেখা যায় না।