মাসকটে একটি অনুষ্ঠানে অংশ নিতে শাকিব খান এখন আছেন ওমান। ৪ মার্চ অনুষ্ঠানে যাওয়ার আগে ভিডিও কলে তাঁর সঙ্গে যুক্ত হয় বড় ছেলে আব্রাহাম খান জয়। শাকিব খান ও আব্রাহামের সেই কথোপকথনের একটি ভিডিও ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। ৫১ সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে ভক্তরা খুশি হন। কারণ, বাবা-ছেলের এ ধরনের কথোপকথন আগে দেখেননি তাঁরা। এদিকে আব্রাহামের সঙ্গে শাকিবের এ ভিডিও কল নিজের ফেসবুক পেজ ও আইডিতে শেয়ার করেছেন শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী।
বীরের বাবা শাকিব খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শবনম বুবলী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর পোস্ট দেখেও ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিব খানের দুই সন্তান আব্রাহাম ও শেহজাদ তাদের বাবার সঙ্গে সময় কাটায়। শাকিব খানও আব্রাহাম এবং শেহজাদকে নিয়ে ঘুরতে বের হন। কদিন আগে আব্রাহামকে দেখা গেছে বাবার অফিসের চেয়ারে বসে দাবার বোর্ড নিয়ে খেলছে। তার ঠিক কদিন পরই শেহজাদকে দেখা গেছে তার মা শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের পুবাইলের বাড়ি জান্নাত-এ ঘুরে বেড়াতে।
কাল সোমবার সকালের ফ্লাইটে শাকিব খানের ঢাকায় ফেরার কথা।