প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিনা মূল্যে দেখা যাবে ছবিটি

পত্রপত্রিকা খুললেই এখন প্রায় প্রতিদিনই চোখে পড়ে আত্মহত্যার খবর। চলতি বছরের শুরুর দিকে আঁচল ফাউন্ডেশনের গবেষণায় উঠে আসে, দেশে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জীবন পাখি’। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তার আগে বিকল্প পদ্ধতিতে দেশের ৬৪টি জেলায় দেখানো হবে সিনেমাটি। উদ্যোগটি নিয়েছে ‘জীবন পাখি’র প্রযোজনা প্রতিষ্ঠান গুণবতী ফিল্ম ও শিল্পকলা একাডেমি। মূলত সারা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সারা দিন ছবির ৪টি করে প্রদর্শনী হবে। বেশির ভাগ জেলাতেই শিক্ষার্থীরা বিনা মূল্যে ছবিটি উপভোগ করতে পারবেন।

আত্মহত্যার বিরুদ্ধে এই সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে ছবির অন্যতম প্রযোজক ও পরিচালক আসাদ সরকার জানান, চার-পাঁচটি জেলার শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ১০ সেপ্টেম্বরের পরিবর্তে দু–তিন দিন সময় বাড়িয়ে নিয়েছে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে চার–পাঁচটি জেলার শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ স্বল্প মূল্যে টিকিট বিক্রি করবে।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটির বিনা মূল্যে প্রদর্শনী কেন? আসাদ সরকার বলেন, ‘এখন তরুণ–তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। দিন দিন এটি ভয়াবহ রূপ নিচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের কাছে এটি মানবিক কাজ মনে হয়েছে। তা ছাড়া জীবনকে ভালোবাসতে শেখার চলচ্চিত্র এটি। জেলায় জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি তুলে ধরতে পারলে ছবিটি নিয়ে একটা আলোচনার জায়গা তৈরি হবে। পরে আমরা বাণিজ্যিকভাবে হলে মুক্তি দিতে পারব।’
এর আগে ২ সেপ্টেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছবিটির প্রিমিয়ার শো হয়েছে।

‘জীবন পাখি’ ছবিটির গল্প, সংলাপ ও চিত্রনাট্যও পরিচালকের নিজের। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মিম, আবু হেনা, সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, মহিন প্রমুখ।