ভোট দিয়ে কে কী বললেন

অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। সাধারণ মানুষের মতো চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও মঞ্চের তারকারাও ভোট দিয়েছেন। ভোট দিয়ে তাঁরা স্থিরচিত্রও ফেসবুকে পোস্ট করেছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন তারকা কোথায় ভোট দিয়েছেন। এরপর কী বলেছেন।
১ / ১১
পরিবার নিয়ে দীর্ঘদিন দেশের বাইরে বেড়ানো শেষে গতকাল শনিবার বাংলাদেশে ফিরেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী চম্পা। আরও কয়েক দিন দেশের বাইরে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে ভোটের কারণে সিদ্ধান্ত বদলে নেন। আজ বেলা তিনটার পর তিনি ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। জানালেন, ‘একজন নাগরিক হিসেবে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই ভোট দিয়ে ভালো লাগছে। আমার কেন্দ্রের পরিবেশও মুগ্ধ করেছে।’ ফেসবুক থেকে
২ / ১১
বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। পাবনায় টানা কয়েক দিন ‘রাজকুমার’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরে পরদিন উড়াল দেন কলকাতায়। দুটি স্টেজ শোতে অংশ নেওয়া শেষে ১ জানুয়ারি রাতে ঢাকায় ফেরেন। পরদিন দুপুরে পবিত্র ওমরাহ করতে উড়াল দেন সৌদি আরবে। ওমরাহ পালন শেষে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আজ রোববার দুপুরের পর মাকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যান। গুলশানের বাসিন্দা শাকিব খানের ভোটকেন্দ্র গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। তাঁর পরিবারের সবাই ঢাকা-১৭ আসনের ভোটার। শাকিব খান বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবারও নির্বাচনে আম্মাকে সঙ্গে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালে তাঁর বন্ধুরাসহ ভোট দিতে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এ রকম প্রত্যেক মানুষের ভোট দিতে আসা উচিত।’ ফেসবুক থেকে
৩ / ১১
দুই বাংলার জনপ্রিয় শিল্পী জয়া আহসান ভোট দিয়ে এই স্থিরচিত্র পোস্ট করেছেন। ফেসবুক থেকে
৪ / ১১
ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুলে স্ত্রী মুশফিকা খান তিনাকে সঙ্গে ভোট প্রদান করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ভোট প্রদান শেষে দুজনের দুটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন তিনা। ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ১১
ঢাকার ইস্কাটন দিলু রোডের ভোটার গীতিকবি কবির বকুল। ভোট দেওয়া শেষে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভোট হলো গণতন্ত্র। আমার ভোট আমি দেব। ভোট দিয়ে এলাম।’ ফেসবুক থেকে
৬ / ১১
সংগীতশিল্পী কোনাল ঢাকার মোহাম্মদপুরের ভোটার। ভোট প্রদান শেষে তিনি ফেসবুকে ‘আমার ভোটে জিতবে দেশ’ হ্যাশট্যাগ দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভোট দিয়ে এসেছি। ভোট প্রদান করুন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে।’ ফেসবুক থেকে
৭ / ১১
ধানমন্ডির ভোটার অভিনয়শিল্পী দীপা খন্দকার ভোট প্রদান শেষে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। ফেসবুক থেকে
৮ / ১১
ভোট প্রদান শেষে ছবিটি পোস্ট করেছেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা
৯ / ১১
অভিনয়শিল্পী তারিন ভোট দেওয়া শেষে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন। ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন। ফেসবুক থেকে
১০ / ১১
চিত্রনায়ক নিরব এবারের ভোট দিতে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন। ভোট প্রদান শেষে ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘ভোট-পরবর্তী ছবি। শালটা পরে ভোট দিয়েছিলাম আগেও; তাই এবারও।’ ফেসবুক থেকে
১১ / ১১
সংগীতশিল্পী সিঁথি সাহা ভোট প্রদান শেষে স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘নাগরিক অধিকার প্রয়োগ করলাম।’
ফেসবুক থেকে