নতুন ছবিতে দ্যুতি ছড়ালেন জয়া

দুই বাংলার দর্শকের কাছেই ভীষণ পরিচিত তিনি। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে শুরুর পর একে একে কাজ করেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সব নির্মাতার সঙ্গেই। হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অভিনেত্রীর একজন। গত এক দশকে বাংলাদেশেও নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ছবি পোস্ট করলেই অনেক ভক্তদের বলে ওঠেন, জয়ার বয়স বাড়ে না! সম্প্রতি ফেসবুকে পোস্ট করা অভিনেত্রীর বেশ কয়েকটি স্থিরচিত্র নিয়ে এ ছবির গল্প।
১ / ১০
সাদা পোশাকে এ ছবি জয়া তুলেছেন কলকাতায়। লিখেছেন, ‘সাদার আভিজাত্য কখনো পুরোনো হয় না’
ছবি: সংগৃহীত
২ / ১০
সাদা লেহেঙ্গার সঙ্গে কুন্দনের গয়নায় নিজেকে ব্রাইডসমেড লুকে সাজিয়েছেন তিনি
ছবি: সংগৃহীত
৩ / ১০
২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে অভিনেত্রীর নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে সার্কাস-কন্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি
ছবি: সংগৃহীত
৪ / ১০
গত জুন মাসে জয়া অভিনীত সর্বশেষ ছবি ‘ঝরা পালক’ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে নির্মিত ছবিতে কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন তিনি
ছবি: সংগৃহীত
৫ / ১০
কয়েক দিন আগে বেঙ্গালুরুতে আয়োজিত বেঙ্গালুরু বেঙ্গলি–কন্নড় চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, মাকে নিয়ে উৎসবে অংশ নিয়েছেন জয়া
ছবি: সংগৃহীত
৬ / ১০
গত বছর জয়া অভিনয় করেন বাংলাদেশি সিনেমা ‘অলাতচক্র’তে। আহমেদ ছফার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় ক্যানসারে আক্রান্ত তরুণী ‘তায়েবা’ চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য চলতি বছর মেরিল-প্রথম আলো পুরস্কারে জয়া পেয়েছেন তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার
ছবি: সংগৃহীত
৭ / ১০
প্রায় এক দশক ধরে অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, অতনু ঘোষদের মতো নির্মাতাদের সিনেমায় কাজ করেছেন তিনি
ছবি: সংগৃহীত
৮ / ১০
নির্মাতা পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন জয়া; এতে জয়া নামের এক চরিত্রেই অভিনয় করেছেন জয়া
ছবি: সংগৃহীত
৯ / ১০
চলতি বছর ইরানি চলচ্চিত্র পরিচালক মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’ ছবিতে অভিনয় করেছেন জয়া। বাংলাদেশ ও ইরান—দুই দেশেই ছবিটি মুক্তি দেওয়া হবে
ছবি: সংগৃহীত
১০ / ১০
পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী’, ‘পুতুলনাচের ইতিকথা’সহ তাঁর বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়
ছবি: সংগৃহীত