মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন শুভ, কবরস্থানে স্মৃতিকাতর

মা হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি শুভকোলাজ

ঢালিউড তারকা আরিফিন শুভর মা খায়রুন নেসা মাস তিনেক আগে মারা গেছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। মা হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি। তাঁর কথায়, চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তা পারছেন না। মায়ের মৃত্যুর পর এবারই প্রথম ঈদ এসেছে আরিফিন শুভর জীবনে। তবে সে জীবনে ঈদের রং ছড়াতে পারেনি। মা–ভক্ত শুভ এবারের ঈদে মায়ের একটি শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন। সেটি পরেই মায়ের কবরস্থানে যান। তেমনই একটি স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন আরিফিন শুভ।
কবরস্থানে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থাকা ছবির পাশাপাশি ফেসবুকে মায়ের একটি স্থিরচিত্রও পোস্ট করেছেন আরিফিন শুভ। ছবিটি পোস্ট করে আরিফিন শুভ বলেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে, তখন হয়তো কিছুই বলা যায় না।’
মায়ের প্রতি চিঠি লিখেছেন আরিফিন শুভ। তাতে তিনি লিখেছেন, ‘মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় ৩ মাস, এখনো বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে, আমি কি ঘুম থেকে উঠে দেখব, তুমি পাশের রুমটাতেই আছ।’

মায়ের সঙ্গে আরিফিন শুভ
ফেসবুক থেকে

মৃত মায়ের স্মৃতি মনে করে শুভ লিখেছেন, ‘সবকিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমার ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’

ফেসবুকে আরিফিন শুভ লিখেছেন, ‘এবারের ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। মা, আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না, স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর নোটিশ করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম, কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না, যে আমি চাইব আর তুমি বলবে, নে, কিন্তু খুলে দেবে না। তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারাক মা।’
সবশেষে নিজের মা ও পৃথিবীর সব মায়ের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আরিফিন শুভ লিখেছেন, ‘পৃথিবীর সব মাকে ঈদ মোবারক।’