নায়ক ফারুক জন্মদিনে কেক কাটেন না কেন

আকবর হোসেন পাঠান ফারুক

বিদেশ-বিভুঁইয়ে হাসপাতালের শয্যায় জন্মদিন কাটাচ্ছে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ৭৪ পেরিয়ে ৭৫ বছরে পা দিলেন ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত এ অভিনেতা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন তিনি, গত জন্মদিনও হাসপাতালেই কেটেছে তাঁর। এবারও তা–ই।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সিঙ্গাপুর থেকে প্রথম আলোকে জানান, ‘জন্মদিনের জন্য আমাদের ছেলে, মেয়ে ও ভাগনি এসেছে সিঙ্গাপুরে, পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি পালন করছেন ফারুক। সকাল থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই কেক নিয়ে এসেছেন; কিন্তু ফারুক বলেছেন, তিনি কেক কাটবেন না।

আকবর হোসেন পাঠান ফারুক
প্রথম আলো

শুধু এই জন্মদিনে না, নিজের কোনো জন্মদিনেই কেক কাটেন না ফারুক। কারণ হিসেব তাঁর স্ত্রী বললেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর থেকে কোনো দিন নিজের জন্মদিনে কেক কাটেনি ফারুক। ত্রিশ বছর ধরে তাঁর সঙ্গে সংসার করছি, কখনো কেক কাটতে দেখিনি।’ তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটছে, মাস তিনেকের মধ্যেই তাঁরা দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন তাঁর স্ত্রী।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।

আকবর হোসেন পাঠান ফারুক
কোলাজ

চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখন থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।