রাজ্জাকের সঙ্গে চলচ্চিত্রে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করাটাকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করছেন তিনি। রাজ্জাক নিয়ে ইমন সাহা লিখেছেন, ‘আজ নায়করাজ রাজ্জাকের চাচার পঞ্চম মৃত্যুবার্ষিকী। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই কারণে, “রাম রহিম জন” চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে তাঁর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এ ছাড়া তাঁর নির্দেশনায় চারটি সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি। তবে এসব গল্পের চেয়েও বেশি, তিনি ছিলেন আমার বাবার বিশেষ বন্ধু, আমার খুব প্রিয় রাজ্জাক কাকু। তিনি এখনো আমার সর্বকালের সবচেয়ে চলচ্চিত্র তারকা। সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে চিরশান্তিতে রাখুন।’ছবি : ফেসবুক