কলকাতায় ‘মুজিব: একটি জাতির রূপকার’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যছবি: আইএমডিবি

আজ বিকেলে কলকাতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে প্রদর্শিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। এটি নির্মিত হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়।

পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। কলকাতার বাংলাদেশের উপহাইকমিশনের উদ্যোগে ছবিটি প্রদর্শিত হয়।

আরও পড়ুন

ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম।

ছবিটি দেখতে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা। ভাস্কর মুখার্জি

ছবিটি প্রদর্শনের শুরুতে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন।

ছবিটি দেখতে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে আছেন কলকাতার শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, সাংবাদিক সুখরঞ্জন দাস গুপ্ত, দিলীপ চক্রবর্তী প্রমুখ।