১৫ জুন ও বদলে যাওয়া অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দা-কুমড়ার সম্পর্ক অনেকটাই প্রকাশ্যে। প্রায়ই তাঁরা ভার্চ্যুয়াল যুদ্ধে জড়ান। সেখানে একে অন্যকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলেন না কেউ। ব্যক্তিগতভাবেও আক্রমণ করতেও দেখা গেছে। সেখানে দুই দিন ধরে নেট–দুনিয়ায় আলোচনায় কেন্দুবিন্দুতে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর কারণ আরেক নায়িকা শবনম বুবলী শাকিব খানের সঙ্গে আড্ডায় মাতলেও তিনি নীরব ছিলেন। এই সময়ে অপু বিশ্বাস, বুবলীর পোস্টকে ঘিরে কোনো রেষারেষিতে জড়াননি। বরং ভক্তদের মনে করিয়ে দিয়েছেন ১৫ জুনের একটি ফেসবুক পোস্টের কথা।
‘শাকিব-বুবলী’ একসঙ্গে এরপর নায়িকা অপু বিশ্বাস ফেসবুকে কিছু লেখেননি, সেটা নিয়েও নেটিজেনরা ট্রল করেছেন এই নায়িকাকে। কিন্তু অপু কোনো রেষারেষিতে না গিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন। ফেসবুকে পোস্ট করেছেন ব্যবসায়িক কাজের প্রচারণা। তারপরও অপুকে সরাসরি শুনতে হয়েছে ‘শাকিব–বুবলী’ নিয়ে প্রশ্ন। এমন প্রশ্নের উত্তরে অবাক ভক্তরা। তাঁদের অনেকেরই প্রশ্ন, তাহলে কী শেষ হচ্ছে দুই নায়িকার ভার্চ্যুয়াল যুদ্ধ। কী উত্তর দিয়েছিলেন অপু?
সম্প্রতি একটি আয়োজনে আলোচিত ‘শাকিব খান-বুবলী’ প্রসঙ্গে প্রশ্ন শুনতে হয় অপুকে।
এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু পেশাদার শিল্পী। যাঁদের নাম বললেন, তাঁরাও কিন্তু পেশাদার। তাই সে হিসেবে বলতে পারেন, আমি সবাইকেই সম্মান করি।’ এমন উত্তরেই বাহবা পাচ্ছেন এই নায়িকা।
শুধু তা–ই নয়, এই সময় অপু বিশ্বাস মনে করিয়ে দেন ১৫ জুনের ফেসবুক স্ট্যাটাস। এই নায়িকা এক প্রশ্নে বলেন, ‘আমি গত ১৫ জুন ফেসবুক স্ট্যাটাসে বিষয়গুলো পরিষ্কার করেছি। আমার স্ট্যাটাস কেউ পড়ে না থাকলে অবশ্যই পড়ে দেখবেন। তাহলেই আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন।’
১৫ জুন কী লিখেছেন ছিলেন অপু বিশ্বাস
সেদিন অপু ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি—তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।’
অপু মনে করেন, দীর্ঘ ক্যারিয়ারের পুরো সময় তিনি যা করছেন, সেটা দর্শকদের কাছ থেকে কখনোই আলাদা করে রাখেন নাই। তাঁর সব কিছুই ভক্তরা জানেন। এই নিয়ে তিনি কারও সঙ্গে প্রতিযোগিতাও করতে চান না। অপু লিখেছেন, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলেকে সময় দিই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারও ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।’
এই সময় মুখোমুখি ফেসবুক পোস্ট নিয়ে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘আমি অনেক দিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু পাল্টা প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই।’
অপু বুবলী উদ্দেশ্য করে আরও লিখেন, ‘কারও সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যাঁরা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারও সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অম্লান থাকুক।’