পুরো সিনেমায় মাহফুজের মাথায় কানটুপি কেন? শেষে হবে রহস্য উন্মোচন

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী

অর্পা আর মনার প্রেমকাহিনি নিয়ে পরিচালক চয়নিকা নির্মাণ করেছেন ‘প্রহেলিকা’। দুদিনের মধ্যে প্রকাশিত হবে সিনেমাটির রোমান্টিক গান ‘মেঘের নৌকা’। শনিবার ঢাকা ক্লাবে গানটির মুক্তির আগে আয়োজিত উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী এবং মনা ও অর্পা চরিত্রে অভিনয় করা মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এ সময় তাঁরা জানান এই রোমান্টিক গানের এবং সিনেমা নির্মাণের পেছনের অনেক গল্প।

আসিফ ইকবালের লেখা ‘মেঘের নৌকা’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সিলেট, সেন্ট মার্টিন ও ছেঁড়াদ্বীপসহ দেশের একাধিক স্থানে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

‘প্রহেলিকা’ ছবিতে অর্পা আর মনার এই রোমান্টিক গানের পুরো দৃশ্যেই দেখা গেছে মাহফুজ আহমেদের মাথায় বিভিন্ন রঙের কানটুপি।

‘প্রহেলিকা’ ছবি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ পাশে বসে আছেন (বাম থেকে) সংগীতশিল্পী কোনাল, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী শবনম বুবলী ও ছবির প্রযোজক জামাল হোসেন

ঢাকা ক্লাবেও মাহফুজ উপস্থিত হয়েছিলেন কানটুপি পরে। এই কানটুপির রহস্য কী? জানতে চাইলে অভিনেতা রহস্য উন্মোচন করেননি। শুধু বলেছেন, এটাই এই সিনেমার রহস্য। আপনারা সিনেমা দেখতে গেলে বুঝতে পারবেন কী কারণে পুরো দৃশ্যেই তাঁকে কানটুপিতে দেখা গেছে। এ ছাড়া সিনেমাতেও কানটুপি পরেই অভিনয় করেছেন মাহফুজ। সিনেমার গল্পও রহস্যে ঘেরা। এই রহস্যও উন্মোচন করেননি নির্মাতারা।

‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এই সিনেমার জন্য কমিয়েছিলেন ওজনও। এত দিন পর কেন ‘প্রহেলিকা’তে অভিনয় করেছেন তিনি?

‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এই সিনেমার জন্য কমিয়েছিলেন ওজনও

এ প্রসঙ্গে মাহফুজ বলেন, বাধ্য হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। কে তাঁকে বাধ্য করেছে, জানতে চাইলে তিনি জানান, ‘ব্যক্তি মাহফুজ অভিনেতা মাহফুজকে বাধ্য করেছেন এই গল্পে অভিনয় করতে। কারণ, “প্রহেলিকা”র গল্প তাঁকে টেনেছে। সিনেমাটির গল্প এত সুন্দর যে অভিনয় করতে বাধ্য হয়েছি।’

‘প্রহেলিকা’ ছবি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অভিনয়শিল্পী শবনম বুবলী, পাশে বসে আছেন (বাম থেকে) সংগীতশিল্পী কোনাল, পরিচালক চয়নিকা চৌধুরী ও অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ

অভিনয় চালিয়ে যাওয়ার প্রসঙ্গেও একই কথা বলেন মাহফুজ। ভালো গল্প পেলে ব্যক্তি মাহফুজই অভিনেতা মাহফুজকে আবারও বাধ্য করবেন। এত দিন পর ক্যামেরার সামনে এসেছেন। তারপর বর্তমান সময়ের আলোচিত নায়িকা বুবলীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়। শুটিংয়ে জড়তা কাজ করছিল কি না, জানতে চাইলে মাহফুজ জানান, ‘শুধু বুবলী নয়, এত দিন পর যে কারও সঙ্গেই অভিনয়ে ফিরলে একটু জড়তা কাজ করতই। তবে সাঁতার একবার শিখলে তা তো আর ভোলে না মানুষ। আমি তো একজন অভিনয়শিল্পীই।’ এ সময় তিনি বুবলীকে তাঁর সবচেয়ে প্রিয় সহ–অভিনেতা হিসেবে উল্লেখ করেন।

‘প্রহেলিকা’ ছবির রোমান্টিক গান ‘মেঘের নৌকা’ লিখেছেন আসিফ ইকবাল

চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়া এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।