আরিফিন শুভর পাশে শাকিব খান

শাকিব খান ও শুভ
ছবি: কোলাজ

গতকাল রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন শাকিব খান। নিজের সিনেমার বাইরে ঈদের আরেকটি সিনেমার পাশে দাঁড়ালেন এই তারকা। ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমার পোস্টার। ফেসবুকে এমন পোস্টের পরে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে বাহ্বা পাচ্ছেন শাকিব।

শাকিব খান তাঁর ফেসবুক পোস্টে ‘নীলচক্র’ সিনেমার পোস্টার ভাগাভাগি করে লিখেছেন, ‘“নীলচক্র” টিমের জন্য শুভকামনা।’ এতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম হয়।

‘নীলচক্র’ সিনেমার পোস্টারটি ভাগাভাগি করেছেন শাকিব খান

শাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত বড় স্টার হয়ে মনে কোনো অহংকার নেই। এই মুহূর্তে শুভর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট।’ দিদারুল নামে একজন লিখেছেন, ‘কিং খানের ওপর ভালোবাসা আরও বেড়ে গেল। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক।’ সৌরভ নামের একজন লিখেছেন, ‘এই জন্যই আবার প্রমাণিত হলো, আপনি অনেক অনেক বড় মনের মানুষ!’

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী
ফেসবুক থেকে

‘নীলচক্র’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ শাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সিনেমার পরিচালক মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘“নীলচক্র’-এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম। ধন্যবাদ ও শুভকামনা।’

‘নীলচক্র’ সিনেমার সহশিল্পীদের সঙ্গে আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে

কী আছে ‘নীলচক্র’ সিনেমায়? ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? এমন টান টান উত্তেজনা নিয়েই সিনেমাটির গল্প। এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

‘নীলচক্র’ ছাড়া এবার ঈদে একযোগে ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’সহ ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাগুলো।