‘মানুষ যখন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সময় দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে’

দিনাজপুরে ‘অপারেশন সুন্দরবন’ টিমের সদস্যরাপ্রথম আলো

গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দীপংকর দীপনের ছবি ‘অপারেশন সুন্দরবন’। মুক্তির পর থেকে ছবির প্রচারে ‘অপারেশন সুন্দরবন’ টিম ঘুরে বেড়াচ্ছে দেশের নানা প্রান্তে। খুলনা, যশোরের পর তারা আজ সফর করে দিনাজপুর।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সিনেমাটি সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশের আয়োজন করেন পরিচালক দীপংকর দীপন। ‘সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে’ স্লোগান নিয়ে আয়োজিত সমাবেশে ছিলেন ‘অপারেশন সুন্দরবন’-এর অভিনয়শিল্পী জিয়াউল রোশান ও সামিনা বাসার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, শিক্ষক বিধান দত্ত প্রমুখ।

দীপংকর দীপন বলেন, ‘একজন মানুষ কীভাবে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরল, জীবনের ঝুঁকি নিয়ে র‌্যাব কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করল ছবিতে তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মানুষ যখন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সময় দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের। ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। বিশেষ করে শিশু–কিশোরদের মধ্যে সাড়া ফেলেছে বেশি। এ কারণে দর্শকদের মধ্যে সিনেমা হলমুখী করতে ঢাকার বাইরেও আমরা ভিন্নভাবে ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

‘অপারেশন সুন্দরবন’ ছবির দৃশ্যে সিয়াম ও নুসরাত ফারিয়া
ছবি : সংগৃহীত

‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। চার বছর ধরে সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় শুটিং করা হয়েছে ছবিটির। ছবির পরিচালক ও কলাকুশলীরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে উপস্থিত সবাইকে আহ্বান জানান।

‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে রওনক হাসান ও সহশিল্পী
ছবি : সংগৃহীত

সিনেমাটির প্রচারণার জন্য আজ বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাত আটটায় শহরের মডার্ন সিনেমা হলে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিসহ সুধীজনের উপস্থিতিতে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।