এই গরমে কেমন চলছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো

‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘কাজলরেখা’ ছবির পোস্টারকোলাজ

এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ১১টি নতুন ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি ছাড়া বাদবাকি ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ বেশ ভালোই লক্ষ করা গেছে। মুক্তির দিনক্ষণের হিসাবে এখন তৃতীয় সপ্তাহ চলছে। এখনো মাল্টিপ্লেক্সে একাধিক চলচ্চিত্র দেখতে দর্শকেরা ভিড় করছেন। পরিবার-পরিজন নিয়েও ছুটছেন তাঁরা। অবস্থাটা এমন হয়েছে, ব্যবসা ও দর্শক আগ্রহে দেশীয় চলচ্চিত্র ‘রাজকুমার’ তো সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের ছবির থেকেও এগিয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের দেওয়া তথ্যমতে, ‘রাজকুমার’ ছবিটি ১ নম্বরে জায়গা করে নিয়েছে।

‘রাজকুমার’ সিনেমার ‘রাজকুমার’ গানের দৃশ্যে কোর্টনি কফি ও শাকিব খান
ছবি : পরিচালকের ফেসবুক থেকে

হলিউডের ছবির সঙ্গে পাল্লা দিয়ে তালিকার ৩ ও ৪ নম্বরে রয়েছে যথাক্রমে ‘কাজলরেখা’ ও ‘জ্বীন ২’। এদিকে ঈদের সময় যে পরিমাণ প্রেক্ষাগৃহ নিয়ে চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছিল, তৃতীয় সপ্তাহে এসে তার হেরফের হয়েছে। ১২৭ প্রেক্ষাগৃহ নিয়ে যাত্রা শুরু হলেও ‘রাজকুমার’ তৃতীয় সপ্তাহে সারা দেশে ৮২ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে একই সময়ে যাত্রা শুরু করা ‘ওমর’ ও ‘লিপস্টিক’ ছবির প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়েছে।

‘কাজলরেখা’ ছবিতে অল্প বয়সের কাজলরেখার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সাদিয়া আয়মান
ছবি : সিনেমার ফেসবুক পেজ থেকে

ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর’, ‘জ্বীন ২’, ‘লিপস্টিক’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া; দ্য লাভ’, ‘গ্রীণ কার্ড’, ‘মেঘনা কন্যা’, ‘আহারে জীবন’ ও ‘সোনার চর’। এসব ছবির মধ্যে কোনোটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে পড়লেও, কোনো কোনো ছবি একবারেই ছিটকে পড়েছে। আবার কোনো ছবির প্রেক্ষাগৃহের সংখ্যা কমেছে-বেড়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক সিনেমা হলের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, তাপপ্রবাহেও ব্যবসার ওপর প্রভাব পড়েছে। গরমের কারণে মানুষ ছবি দেখতে আসছে না। যেসব হলে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, সেগুলোর অবস্থা বেশি খারাপ।

‘জ্বীন ২’ ছবিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল
ছবি: সংগৃহীত

খোঁজখবর নিয়ে জানা গেছে, শুরু থেকেই ঈদের ছবির প্রেক্ষাগৃহ প্রাপ্তির সংখ্যা ও আলোচনার শীর্ষে ছিল শাকিব খানের ‘রাজকুমার’ ছবিটি। সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সসহ সর্বোচ্চ ১২৭টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা ১২২ এবং তৃতীয় সপ্তাহে ৮২-তে দাঁড়িয়েছে। সংখ্যার দিক থেকে মাল্টিপ্লেক্সসহ ২১টি প্রেক্ষাগৃহ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ‘ওমর’। এরপর ‘দেয়ালের দেশ’ ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১১টি প্রেক্ষাগৃহ নিয়ে মুক্তি পায় ‘লিপস্টিক’ ছবিটি। তৃতীয় সপ্তাহে আসে ‘লিপস্টিক’ ছবির প্রেক্ষাগৃহের সংখ্যা ৩১ আর ‘ওমর’-এর ২৬-এ দাঁড়িয়েছে।

‘লিপস্টিক’ সিনেমায় পূজার চেরির সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ
ছবি: নায়কের ফেসবুক সংগৃহীত

‘দেয়ালের দেশ’ ছবিটি ১৩টি প্রেক্ষাগৃহ থেকে কমে এখন ১১-তে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ঈদে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রাম সিলভার স্ক্রিনে মুক্তি পায় ‘জ্বীন ২’। তৃতীয় সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্সে শো কমলেও ওই চার প্রেক্ষাগৃহে এখনো প্রদর্শিত হচ্ছে ছবিটি।

‘মেঘনা কন্যা’ সিনেমার দৃশ্য
ছবি : ফেসবুক থেকে

বাকি ছবিগুলোর মধ্যে প্রথম সপ্তাহ শেষ না হতেই কাজী মারুফের ‘গ্রীণ কার্ড’ ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নেমে যায়। ‘সোনার চর’ ছবিটি পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তৃতীয় সপ্তাহে এসে সব প্রেক্ষাগৃহ থেকে নেমে গেছে। ‘মেঘনা কন্যা’ তৃতীয় সপ্তাহে এসে কমে শুধু ব্লকবাস্টার সিনেমাস ও শিল্পকলাতে চলছে।  প্রথম সপ্তাহে ৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে বেড়ে ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘মায়া দ্য লাভ’। এই ছবির পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আমরা তো যমুনা ব্লকবাস্টার ছাড়া মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি দেওয়ার সুযোগ পাইনি। এখন গরমের কারণে সিঙ্গেল স্ক্রিনেও ছবি চালানো সমস্যা। এ কারণে এ সপ্তাহে কয়েকটি হল কমেছে।’

‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে তৈরি ‘কাজলরেখা’ ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও নারায়ণগঞ্জ সিনেস্কোপে মুক্তি পায়। তৃতীয় সপ্তাহে এসে নতুন করে সিলেট গ্র্যান্ড সুলতাল সিনেপ্লেক্সে চলছে ছবিটি। তবে ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছেন, ‘৩ মে থেকে দেশের প্রায় ১০টি একক হলে উঠবে ছবিটি।’