ছবি সম্পর্কে বলা নিষেধ...

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে
বিরতি নিয়ে নিয়ে কাজ করতে পছন্দ করেন নাজিফা তুষি। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। মাসখানেকের মধ্যে নতুন ওয়েবফিল্মের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।

শেষ ‘হাওয়া’ ছবিতে দেখা যায় নাজিফা তুষিকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এরপর দুই বছর পার। ওটিটি বা বড় পর্দার কোনো কনটেন্টেই পাওয়া যায়নি নাজিফা তুষিকে। ‘হাওয়া’র মতো আলোচিত সিনেমার পর পর্দার ‘গুলতি’কে আর কেন পাওয়া যায়নি? তুষি বলেন, ‘এটা তো আমার হাতে নেই। আমি তো কাজ করতেই চাই। আমার কাছে যে ধরনের চিত্রনাট্য আসে, তার নব্বই ভাগই পছন্দ হয় না। হয় গল্প, না হয় পরিচালক অথবা নিজের চরিত্র পছন্দ হয় না। অনেক সময় টিমের ওপর আস্থা পাই না। কাজ করলে তো করাই যাই। কিন্তু তৃপ্তি নিয়ে কাজ করা যায় না। এ জন্য ভালো কাজের অপেক্ষা থাকে। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। “আইসক্রিম”, “নেটওয়ার্কের বাইরে”, “সিন্ডিকেট” বা “হাওয়া”য় এই সবুরের ফল পেয়েছি।’

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

আলাপে আলাপে এই অভিনেত্রী জানান দেশি কনটেন্ট নিয়ে নিজের আক্ষেপের কথাও। তিনি বলেন, ‘ভালো কিছু করতে গেলে নিজের অভিনীত চরিত্রে কাজ দেখানোর সুযোগ থাকতে হয়। আমাদের এখানে নারীকেন্দ্রিক কাজ নেই বললেই চলে। ওটিটিতে সেই সুযোগ থাকলেও অনেক সময় ব্যাটে–বলে মেলে না। হয়তো চিত্রনাট্য পছন্দ হয়েছে, কিন্তু পরিচালক নতুন। পরীক্ষিত না হওয়ায় প্ল্যাটফর্ম আস্থা পাচ্ছে না। এভাবেও কাজ হাতছাড়া হচ্ছে। ওটিটির ক্ষেত্রে একটি ভালো কাজের জন্য ছয় মাস, এক বছর গল্প ও চিত্রনাট্য নিয়ে গবেষণা করে কাজ করতে হচ্ছে। তার জন্য উপযুক্ত বাজেট পাওয়া কঠিন। এসব কারণেও আমার মতো যাঁরা ভালো কাজের জন্য অপেক্ষা করছেন, তাঁদের কাজ কিন্তু কম। দেখেন, ভালো কাজের আকাঙ্ক্ষা নিয়ে কজন শিল্পী টানা কাজ করছেন?’

২০১৬ সালে আইসক্রিম মুক্তি পায়, এর ছয় বছর পর ‘হাওয়া’। দুই বছর পর আবার নতুন সিনেমা করলেন। দীর্ঘ সময় পর্দার বাইরে থাকা একজন শিল্পীর এগিয়ে যাওয়ার পথে বাধা কি না?

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

এ ব্যাপারে তুষি বলেন, ‘আমি তা মনে করি না। কারণ, ছয় বছর পর হাওয়া দিয়ে নতুন করে আমাকে দেখেছেন দর্শক। তার আগে কি আমাকে ভুলে গিয়েছিলেন? “হাওয়া” মুক্তির পর কিন্তু আমাকে গ্রহণ করেছেন। সিনেমাটি মুক্তির আগে অনেকেই আমাকে বলেছেন, “তোমার ক্যারিয়ার কই? তোমার সঙ্গে যাঁরা এসেছেন, তাঁরা তো অনেক এগিয়ে গেছেন। তুমি তো হারিয়ে যাচ্ছ।” আমি শুনেছি। আমি হারিয়ে যেতে আসিনি। হাওয়ার পর ঠিকই দর্শক বুঝেছেন যে ভালো কাজের আকাঙ্ক্ষা যাঁদের, তাঁরা হারিয়ে যান না।’

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

তবে এত বিরতি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তুষি। তাঁর ভাষ্যে, ‘আমিও চাই না, এত বিরতি নিয়ে কাজ করতে। আশা করছি, আগামী সময়ে কাজের দীর্ঘ বিরতি কমে যাবে। বছরে তিন–চারটা সুন্দর গল্পের, চরিত্রের কাজ যেন দিতে পারি। সেটা ওটিটি হোক বা বড় পর্দায় হোক। সমস্যা থাকবেই। যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। ওটিটির জোয়ার শুরু হয়েছে। আগামী দিনগুলোয় অনেক ভালো কনটেন্ট তৈরি হবে। কাজেরও সুযোগ বাড়বে।’

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

ওটিটির কথা বললেও বড় পর্দা তুষির প্রথম পছন্দ। সিনেমার ক্ষেত্রে কোনো সময়ের ব্যবধান নিয়ে ভাবেন না। অন্তত প্রথম কয়েকটি সিনেমা বুঝেশুনে নিজের মতো করে করতে চান। তুষি জানান, বিরতির সময় হাতে আসা চিত্রনাট্য পড়েন। পছন্দের কাজগুলোর প্রস্তুতি নেন। এ ছাড়া তাঁর বেশির ভাগ বন্ধুই পরিচালক ও প্রযোজক। তাঁদের সঙ্গে গল্পভাবনা, কাজের পরিকল্পনাসহ নানা বিষয়ে যুক্ত থাকেন।

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

সিনেমা দিয়ে ফেরা

প্রায় দুই বছর পর বড় পর্দার নতুন সিনেমা দিয়ে ফেরার প্রস্ততি নিচ্ছেন এই অভিনেত্রী। চুপিসারে শুটিংও শেষ করে ফেলেছেন। গত জানুয়ারি মাসের শেষের দিকে শুটিং হয়েছে। তবে নতুন ছবিটি সম্পর্কে আপাতত কিছুই বলতে চান না। শুধু বললেন, ‘ছবি সম্পর্কে বলা নিষেধ। বললে পরিচালক, প্রযোজকের সঙ্গে প্রতারণা করা হবে। শুটিং শেষ। প্রায় এক মাস শুটিং করলাম। শুটিংয়ের আগে প্রায় চার মাস প্রস্তুতি নিয়েছি।’

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

তুষি জানান, নতুন সিনেমাটিতে তাঁকে ভিন্নভাবে আবিষ্কার করবেন দর্শক। নতুন কাজটি করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘শিল্পী হিসেবে আমি বলতে পারি ‘হাওয়া’ করে যে ধরনের অভিনয়ের চর্চার মধ্যে দিয়ে গেছি, যে ধরনের যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে; এই কাজ করতে গিয়েও নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি।’ নতুন ছবিটি কি তাহলে আগেরটিকেও ছাড়িয়ে যাবে? তুষি মনে করেন, দর্শক কখন কোন ছবিটি গ্রহণ করেন, সেটি বলা মুশকিল। ‘হাওয়া’ মুক্তির আগে তিনি নিজেও বোঝেননি যে দর্শকের এত সাড়া পাবেন।

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

নতুন ছবির কাজ শেষ করে কক্সবাজার, সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছেন নাজিফা তুষি। সেখান থেকে ফিরেই পরবর্তী কাজের প্রস্তুতি নিবেন।

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে

তিনি বলেন, ‘নতুন সিনেমায় চরিত্রটি তুলে আনতে অনেক পরিশ্রম হয়েছে। সেখান থেকে বের হতে, একটু ঘুরতে এসেছি। এখান থেকে ফিরে নতুন কাজ শুরু করব। ওটিটির জন্য চারটি কাজ হাতে। চূড়ান্ত চিত্রনাট্য লেখার কাজ চলছে। মাসখানেকের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা।’ তবে তুষি জানান, নাটক তিনি করবেন না; ওটিটি ও বড় পর্দার কাজ নিয়েই থাকতে চান।

নাজিফা তুষি। শিল্পীর সৌজন্যে