২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অন্য শাকিবের যাত্রা, সঙ্গী হলেন যাঁরা

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে শাকিব খানছবি : শামসুল হক

ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের অভিনয়জীবনের দুই যুগ পার হয়েছে। এর মধ্যে তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল চলচ্চিত্র। এবার একেবারে নতুন পরিচয়ে আসছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছেন তিনি। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের কর্ণধার হিসেবে ক্রিকেট মাঠেও দেখা যাবে এই তারকাকে। আজ সোমবার সকালে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জনপ্রিয় হওয়ার পেছনে দেশটির তারকাদের অন্তর্ভুক্তিকে প্রধান বলে মনে করেন কেউ কেউ। শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার শাহরুখ খানদের মতো তারকার পথেই হাঁটলেন শাকিব খান! ১১তম বিপিএলে দল কিনেছে শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

বিপিএল ড্রাফটে আজ সোমবার এক ফ্রেমে শাকিব খান ও মুশফিকুর রহিম
ছবি : প্রথম আলো

বিপিএলে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘আমার জীবনের একটা নতুন অধ্যায়ে পথচলা শুরু হলো। আমি সব সময় চেয়েছি, আমার স্বপ্ন ছিল আসলে, ফিল্ম অ্যান্ড ক্রিকেট সব সময় কীভাবে একসাথে যুক্ত করা যায়। আমরা সকলেই জানি, সিনেমা হচ্ছে থ্রিল, রোমাঞ্চে ভরপুর। আর ক্রিকেটে মাঠে আছে এক্সাইটমেন্ট। এই দুই মহাশক্তি একসাথে হলে মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য, যার আভাস এবার যখন আমরা আমাদের দলের নাম ঘোষণা করেছি, তখনই পেয়েছি।’

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে শাকিব খান ও ইমন
ছবি : ইমনের ফেসবুক থেকে

নিজের দল ঢাকা ক্যাপিটালস নিয়ে শাকিব আরও বলেন, ‘আপনারা সকলেই দেখেছেন, যখন আমাদের দলের ঘোষণা হয়েছে, দেশ–বিদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অভিভূত করেছে। সিনেমাপ্রেমীদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছি, তেমনি ক্রিকেট–ভক্তদের কাছ থেকেও পেয়েছি। সবাই এত এত ভালোবাসা দেখাচ্ছে, সবার এক্সাইটমেন্ট ও আগ্রহ দেখতে পেরে নিজেদের আবেগ–আনন্দ ধরে রাখতে পারছি না। আমরা ক্রিকেটকে সব সময় ভালোবেসেছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের। আমাদের দল ঘোষণার পর দেখলাম, আমরা যত না আনন্দিত ও উচ্ছ্বসিত, আমাদের চেয়ে বাংলাদেশের মানুষ আরও বেশি আনন্দিত। এবার বিপিএলে অংশ নেওয়া প্রতিটা দলকে আমাদের ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে শুভকামনা থাকল। প্রতিটা দলই চমৎকারভাবে নিজেদের সাজানোর চেষ্টা করছে। আমি ও আমরা আশা করছি, এবারের মাঠের লড়াইটা জমবে।’

শাকিব খান
ছবি : শাকিব খানের ফেসবুক

বিপিএলের এবারের আসরে শাকিব খানের যুক্ত হওয়াকে বাড়তি আকর্ষণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। পাঁচ তারকা হোটেলে প্লেয়ার ড্রাফট আয়োজনেও তাঁকে ঘিরেই যেন সব আলোচনা! আজ সোমবার সকাল থেকে চলে বিপিএলের ৭ দলের প্লেয়ার ড্রাফট, যেখানে উপস্থিত ছিলেন সব দলের মালিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে যাঁরা খেলবেন, তাঁদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান ও শাহাদাত হোসেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।