৩০ হলে ‘রাগী’ আর দুইটায় ‘জীবন পাখি’

একসময়ের আলোচিত অভিনেত্রী মুনমুনের সিনেমার একটি পোস্টার বেশ কিছুদিন ধরেই নেট–দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ধারালো রক্তমাখা একটি অস্ত্র হাতে মারমুখী ভঙ্গিতে পোস্টারজুড়ে দাঁড়িয়ে আছেন মুনমুন। রাগী ছবির এই পোস্টারটির সঙ্গে দক্ষিণ ভারতীয় একটি সিনেমার পোস্টারের হুবহু মিল থাকার কথা বলছেন অনেকে। যদিও ছবির পরিচালক মিজানুর রহমান এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন, 'এটি কোনো গলাকাটা পোস্টার নয়, আলাদা করে মুনমুনের ফটোশুট করেই পোস্টারটি করা হয়েছে। ডিজাইনার হয়তো ওখান থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। তবে মাথা কাটা হয়নি।'

পোস্টার নিয়ে এই আলোচনা-সমালোচনার মধ্যেই আজ দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাগী। ছবিটিতে প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে একসময়ের নায়িকা মুনমুনকে। তাঁর চরিত্রের নাম মহারানি ভিক্টোরিয়া। প্রথমবার খলচরিত্রে অভিনয় প্রসঙ্গে মুনমুন বলেন, 'চ্যালেঞ্জ নিয়ে যে কাজই করেছি, ভালো করেছি। একসময় নায়িকা হয়ে কাজ করলেও অ্যাকশননির্ভর গল্পেই বেশি কাজ করেছি। অ্যাকশন দৃশ্যে কাজের অভিজ্ঞতা আগেই ছিল। ফলে কাজটি করতে তেমন কোনো সমস্যা হয়নি। আর অভিনয় তো অভিনয়ই। হিরোইনকে যেমন অভিনয় করতে হয়, ভিলেনকেও তেমন করতে হয়।'

রাগী সিনেমার শুটিংয়ে মুনমুন ও সহশিল্পী আঁচল
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রাগীর নায়ক আবির চৌধুরী। এটি তাঁর তৃতীয় সিনেমা। ছবিটির ট্রেলার মুক্তির পর আবিরের লুক, অ্যাকশনের সঙ্গে দক্ষিণ ভারতের সিনেমার তুলনা করে অনেকেই মন্তব্য করেছেন। আবির বলেন, 'ট্রেলারটি মুক্তির পর থেকে ভালো সাড়া পেয়েছি। মিথ্যা বলব না, ছবিটি দক্ষিণি সিনেমার আদলেই তৈরি হয়েছে। আমার লুকেও সেই ভাবটা আনা হয়েছে। অন্য জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে তো সমস্যা নাই। আমার মনে হয়, অ্যাকশন ছবি নির্মাণ করলে এভাবেই করা উচিত। বর্তমানে দক্ষিণি সিনেমা আমাদের দেশের দর্শকের কাছেও জনপ্রিয়। সেই ভাবনা থেকেই এই আঙ্গিকে কাজটি করা।' একসময়ের থিয়েটার কর্মী আবির জানান, ১০ বছর আগে দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি, মাঝে আর সিনেমা করেননি।
মুনমুন ও আবির চৌধুরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, আঁচল, মৌমিতা মৌ।

‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা

একই দিনে মুক্তি পাচ্ছে আরেকটি নতুন ছবি জীবন পাখি। ঢাকার বাইরে মাত্র দুটি হলে সীমিত আকারে ছবিটি মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে ছবির পরিচালক আসাদ সরকার বলেন, 'একটা ভালো দিন দেখে ছবিটি মুক্তি দিতে চাইছি। কিন্তু ডেট পাচ্ছিলাম না। প্রযোজক পরিবেশক সমিতির নিয়ম, একই দিনে দুটির বেশি নতুন ছবি মুক্তি দেওয়া যাবে না। তবে পুরোনো ছবির ক্ষেত্রে সমস্যা নাই। আগামী ২১ অক্টোবরও নতুন দুটি ছবির মুক্তির শিডিউল আছে। এ কারণে নিয়ম রক্ষার্থে আগেই দুটি হলে বিশেষভাবে মুক্তির ব্যবস্থা করেছি, যাতে ২১ তারিখে মুক্তি দিতে সমস্যা না হয়। ছবিটি আমরা দেশের বেশি বেশি হলে দেখাতে চাই।'

আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতামূলক ছবি জীবন পাখি। ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন,'আত্মহত্যা সমাজে একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দেখলে আর কেউ আত্মহত্যা করতে চাইবে না।'
পরিচালনার পাশাপাশি ছবির সংলাপ ও চিত্রনাট্যও করেছেন আসাদ সরকার। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মিম, সঞ্জীব আহমেদ, আবু হেনা রনি, সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, মুহিন প্রমুখ।