মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু...

আজ বিশ্ব মা দিবস। দিনটিতে মাকে নিয়ে নানা অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করছেন অনেকে। ফেসবুক পোস্টে মাকে নিয়ে নানান অভিজ্ঞতা কথা ভক্তদের সঙ্গে ভাগি করেছেন তারকারাও। মাকে নিয়ে কি লিখলেন চঞ্চল চৌধুরী, রুনা খান, শশী, নওশাবা, দোয়েলরা
১ / ৫
চঞ্চল চৌধুরী মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সময়ের পার্থক্য এটুকুই। গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল, বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা’
ফেসবুক
২ / ৫
অভিনেত্রী রুনা খানকে মায়ের পাশে দাঁড়ালে শুনতে হতো, তোমরা কি দুই বোন? সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘তার সঙ্গে আমার বয়সের পার্থক্য বিশ বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত, তোমরা কি দুজন বোন? আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুণী। বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ, আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো। ভালোবাসা।’
ফেসবুক
৩ / ৫
মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেত্রী শারমীন জোহা শশী লিখেছেন, ‘হ্যাপি মাদারস ডে আম্মু। সবকিছুর জন্য দুঃখিত মা’
ফেসবুক
৪ / ৫
বাবার মধ্যেই এখনো মাকে খুঁজে পান অভিনেত্রী কাজী নওশাবা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব বাপের মধ্যে একটা করে মা থাকে। শুভ মা দিবস’
ফেসবুক
আরও পড়ুন
৫ / ৫
অভিনয়শিল্পী দিলরুবা দোয়েল লিখেছেন, ‘মা বিষয়টা কী, কেমন অনুভূতি, এটা কোনো ভাষায় প্রকাশ করা—মা হিসেবে আমি বলতে পারি অসম্ভব। পৃথিবীর সব মায়েদের প্রতি এবং নিজের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। ভালো থাকুক দুনিয়ার সকল মা’
ফেসবুক