আবারও ‘দীপাবলী’ লুকে মিথিলা

সাত বছর পর আবারও কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসের দীপাবলী চরিত্রে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

১ / ৫
‘দীপাবলী’ লুকে মিথিলার ফটোশুট করেছেন আলোকচিত্রী জারান জুহি। গত রোববার ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৫
বেণি করা চুল, কপালে টিপ আর ঝোলা ব্যাগে দীপাবলীর সাজে নিজেকে সাজিয়েছেন মিথিলা
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
ছবিগুলো মিথিলার অনুরাগীরা পছন্দ করেছেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে ৪ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে। অনেকে লিখেছেন, ‘দারুণ লাগছে।’
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
এর আগে ২০১৮ সালে একই আলোকচিত্রীর ক্যামেরায় দীপাবলী সাজে ফটোশুট করেছিলেন মিথিলা
ইনস্টাগ্রাম থেকে