ঈদের ছয় সিনেমা, কোনটিতে কী আছে

ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। কোলাজ

আবার শাকিব-রাফী
গত বছরের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত  রায়হান রাফীর সিনেমা ‘তুফান’। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করে অ্যাকশন সিনেমাটি। গত বছরের জুলাই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহ বন্ধের আগপর্যন্ত চলে ‘তুফান-ঝড়’।

‘লিচুর বাগানে’ গানের দৃশ্য। ছবি : প্রযোজনা সংস্থার ফেসবুক

ঠিক এক বছর পর আবার আসছেন এই অভিনেতা-নির্মাতা জুটি। তবে এবারের গল্প ও ছবিতে শাকিবের লুক একেবারেই আলাদা। এখন পর্যন্ত ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়নি; নির্মাতাদের পক্ষ থেকেও গল্পটি নিয়ে ধারণা দেওয়া হয়নি। তবে আগে মুক্তি পাওয়া ফোরকাস্টে (টিজার) আভাস পাওয়া গেছে যে এটি সম্ভবত হতে যাচ্ছে জিম্মি দশা নিয়ে নির্মিত সিনেমা।

একনজরে
১.‘তাণ্ডব’ দিয়ে ১২ বছর পর একসঙ্গে কাজ করলেন জয়া আহসান ও শাকিব খান
২. ঈদে অভিনেত্রীদের মধ্যে জয়া আহসানকে দেখা যাবে দুই সিনেমায়—‘তাণ্ডব’ ও উৎসব’
৩. কানে উৎসবে মনোনীত রেহানা মরিয়ম নূর-এর পর এই প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাঁধনের সিনেমা (‘এশা মার্ডার’)
৪. ‘টগর’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে নির্মাতা আলোক হাসানের
৫. প্রথমবার বাণিজ্যিক সিনেমার নায়িকা হয়েছেন ছোট পর্দার আলোচিত দুই অভিনেত্রী সাবিলা নূর (‘তাণ্ডব’) ও তাসনিয়া ফারিণ (‘ইনসাফ’)
৬.ছয় সিনেমার মধ্যে এ গ্রেড (প্রাপ্ত বয়স্কদের জন্য) পাওয়া একমাত্র সিনেমা ‘ইনসাফ’

কোনো কোনো টিভি চ্যানেল দখল করে নায়ক সম্ভবত কোনো বিশেষ বার্তা দিতে চায়। টিজারে আলোচিত হয়েছে শাকিব খান ও তাঁর দলের পরা মাস্ক, একপর্যায়ে শাকিব খান অভিনীত চরিত্রটি মাস্ক খুলে ক্যামেরার সামনে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতে শুরু করে। টিজারে আগের দুই সিনেমা ‘তুফান’ ও ‘বরবাদ’-এর চেয়ে ভিন্ন লুকে পাওয়া গেছে শাকিবকে। ছোট ছাঁটের চুল আর খোঁচ খোঁচা দাঁড়ি যেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে মানিয়ে গেছে।

‘তাণ্ডব’ সিনেমার পোস্টার। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

মুক্তির পর ছবির টাইটেল ট্র্যাক আর ‘লিচুর বাগানে’ গান দুটি সাড়া ফেলেছে। এই ছবি দিয়েই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। এ ছাড়া ছবিতে আছেন আফজাল হোসেন, জয়া আহসানসহ আরও অনেকে।

নতুন ফারিণ, সঙ্গে মোশাররফ-রাজ
এবারই পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। টিভিতে বেশির ভাগ সময়ই ফারিণের অভিনীত চরিত্রটি হয় ‘পাশের বাড়ির মেয়ে’ ধরনের। তবে এই ছবিতে তাঁকে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে; মুক্তি পাওয়া টিজার সেটাই বলছে। ফারিণের মতোই ছবির বড় চমক শরীফুল রাজ ও মোশাররফ করিম।

‘ইনসাফ’ সিনেমার পোস্টার। রাজের ফেসবুক থেকে

‘বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই; একটা মানুষ দেখান তো?’ টিজারের এই সংলাপেই দর্শকের নজর কাড়ে ছবিটি। টিজারে আরও দেখা যায়, ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে। সবাই ভাবছে এর পেছনে আছে একসময়ের ত্রাস, ডন ইউসুফ। খুন করা তাঁর কাছে বাঁ হাতের খেল।

কোন ছবি কত হলে
‘তাণ্ডব’-১৩২
‘ইনসাফ’-২০
‘এশা মার্ডার-কর্মফল’-৯
টগর’-১০-১১
‘নীলচক্র’-৯

বোঝা যায়, তার রয়েছে কোনো এক রহস্যময় অতীত। অন্যদিকে পুলিশ চরিত্রে থাকা তাসনিয়া ফারিণকে খুলতে হবে পুরোনো কেস ফাইল। আর শেষ দৃশ্যে ‘আমি অমানুষ মারি’ বলে এন্ট্রি নেওয়া মোশাররফ করিম বুঝিয়ে দেন, এখানে চমক থাকতে বাধ্য। ছবিটির প্রচার শুরুই হয় রাজের পোস্টার দিয়ে যেখানে কুঠার হাতে দেখা যায় তাঁকে, শরীরে লেগে আছে রক্ত। টিজার দেখেও বোঝা গেছে যে ছবিতে প্রচুর সহিংস দৃশ্য থাকবে। এই ঈদে ছয়টি সিনেমার মধ্যে এটিই কেবল এ গ্রেড (প্রাপ্তবয়স্কদের জন্য) পাওয়া সিনেমা। সবকিছু বাদ দিলে ‘ইনসাফ’ সত্য অন্বেষণ আর ন্যায়ের জন্য লড়াইয়ের সিনেমা।

‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে তানসিয়া ফারিণকে
পরিচালকের ফেসবুক থেকে

দিন দুই আগে মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’। গানটিতে ফারিণ, রাজ ও মোশাররফের উপস্থিতি আলোচিত হয়েছে। এই গান দিয়েই অনেক দিন পর আলোচনায় এসেছেন গায়িকা মিলা। ছবিটির পরিচালক সঞ্জয় সমাদ্দার, যিনি এর আগে কলকাতায় জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমা বানিয়েছেন।

পরিবার ছাড়া দেখা নিষেধ!
ঈদের বেশির ভাগ সিনেমাই অ্যাকশন বা অ্যাকশন-থ্রিলারধর্মী। তবে এবারের ঈদের উজ্জ্বল ব্যতিক্রম তানিম নূরের ‘উৎসব’। বড় তারকা, কমেডি আর নব্বইয়ের নস্টালজিয়া উসকে দেওয়া গান—ট্রেলার দিয়ে এর মধ্যেই আলোচনায় সিনেমাটি।

‘উৎসব’ সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: চরকির সৌজন্যে

নির্মাতারা বলছেন, এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। সিনেমার ট্যাগ লাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ’। সিনেমার টিজার আর ট্রেলারে দেশের টেলিভিশন ও সিনেমার অনেক আলোচিত কাজ ও চরিত্রকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। যেমন টিজারের শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন’? ‘আজ রবিবার’ নাটকের দর্শকদের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে। নির্মাতা জানান, এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসা সময়ে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

মার্ডার মিস্ট্রি
একটা খুন; নাকি একাধিক? টিজারে যা দেখানো হয়েছে, তাতে দেখা যায় খুন হয় তিনজন। অর্চনা, জেসমিন ও এশা। তবে পুলিশ হয়তো এশার খুনকে কেন্দ্র করেই কেস সমাধান করতে নামে। কারণ, সিনেমার নাম যেহেতু ‘এশা মার্ডার’, তখন বলাই যায় যে এশার হত্যারহস্য নিয়েই এই সিনেমা। মুক্তির আগে প্রকাশিত ট্রেলারে দেখা যায় বীভৎস খুনের বর্ণনা। তবে এখানে কোন খুনের কথা বলা হয়েছে, তা থেকে যায় রহস্যের আড়ালে। তবে এশা নামের যে মেয়ে খুন হয়, তাকে মৃত্যুর আগে মেনে নিতে হয়েছে করুণ পরিণতি।

‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে

ধর্ষণের পর খুন করা হয় তাকে। পুলিশ হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে খুনিকে। এখানে প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন আজমেরী হক বাঁধন। ওপর মহল থেকে আসছে চাপ। তবে সন্দেহভাজন তালিকায় যাদের নাম আছে, খুনি হয়তো তাদের মধ্যে কেউই নয়! ঢাকাই সিনেমায় মার্ডার মিস্ট্রি খুব একটা দেখা যায় না, গত ঈদে এই আক্ষেপ কিছুটা মিটিয়েছিল শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’; এবারের ঈদে আসছে ‘এশা মার্ডার’। ছবিতে এশা চরিত্রে দেখা যাবে পূজা ক্রুজকে। এটির পরিচালক সানি সানোয়ার।

রোমাঞ্চের খোঁজে
দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধচক্রের; ট্রেলারে ভেসে আসা ভয়েস ওভার শুনে বোঝা যায় ‘নীলচক্র’ ইন্টারনেটের ভয়াল জগতের গল্প। তবে এখানে বলি হয় কারা? কীভাবে? তা–ই হয়তো উঠে এসেছে এই সিনেমায়। ট্রেলার দেখে আরও বোঝা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটা চক্র রয়েছে? কী চায় তারা?

‘নীলচক্র’ সিনেমায় মন্দিরা ও শুভ। ফেসবুক থেকে

পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? একটি রোমাঞ্চকর গল্পের ইঙ্গিত দিয়েছে ছবিটির টিজার ও ট্রেলার। এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। এর আগেও ‘ঢাকা অ্যাটাক’সহ বিভিন্ন সিনেমায় এ ধরনের চরিত্র করেছেন তিনি; কপ সিনেমায় তিনি ভালোভাবে মানিয়ে যান। এই ছবিতে কেমন করেন, সেটা মুক্তির পরই বোঝা যাবে। ট্রেলারে ক্যামেরার কাজ বেশ ভালো, বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া শটগুলো আলাদাভাবে নজর কেড়েছে। শুভর সঙ্গে এ ছবিতে আছেন মন্দিরা চক্রবর্তী। গত বছর রোজার ঈদে ‘কাজলরেখা’ দিয়ে অভিষেক হয় তাঁর। টিজার, ট্রেলারের পাশাপাশি ছবিটির তিনটি গান ‘এই শহরের অন্ধকারে’, ‘যেতে যেতে’ ও ‘ধোকা’ প্রকাশিত হয়েছে। সব কটিই কমবেশি আলোচিত হয়েছে।

পরিবার ও ভালোবাসার টানাপোড়েন
‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’ সংলাপ দিয়ে শুরু হয়েছে সিনেমাটির টিজার। শাশ্বত প্রেম আর বন্ধুত্বের গল্প এটি। আদর আজাদের চরিত্র সংগ্রামী, খেটে খাওয়া একটি চরিত্রের আভাস দেয়। যার প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন পূজা চেরী। এটি হতে পারে একটি প্রতিশোধের গল্প কিংবা ক্ষোভে ফুঁসে ওঠা এক সাধারণ মানুষের প্রতিবাদ।

‘টগর’ সিনেমার পোস্টার। পূজার ফেসবু থেকে

রয়েছে গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন দৃশ্যের আভাস। তবে সবকিছু বাদ দিয়ে এটা হতে পারে শুধুই প্রেমিকাকে বাঁচানোর লড়াই, যার জন্য হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হন নায়ক। ট্রেলারে গল্প সম্পর্কে বিস্তারিত খোলাসা করা হয়নি। নির্মাতা জানান, সিনেমাটিতে সমাজ, পরিবার ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। ছবির গান ‘ও সুন্দরী’ এর মধ্যেই আলোচিত হয়েছে। আদর ও পূজা জুটি বেশ কয়েকটি সিনেমা করেছেন; ‘টগর’ দেখা যাক কতটা ছাপ ফেলতে পারে।

আরও পড়ুন