রেইনড্যান্সে মনোনয়ন পেল বাংলাদেশের দুই সিনেমা

‘২ষ’ এর পোস্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ থেকে দুটি সিনেমা মনোনয়ন পেয়েছে। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ও মাকসুদ হোসাইনের ‘সাবা’। সিনেমাগুলো ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে।

২০২৩ সালে রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার পায় নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। সেই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘২ ষ’ গত বছর মুক্তি পায় চরকিতে।

নুহাশ হুমায়ূন। ছবি: চরকির সৌজন্যে

নুহাশ জানালেন, রেইনড্যান্সের মনোনয়নের খবর বেশ আগেই জেনেছেন। উৎসবে অংশগ্রহণ করবেন কি না, জানতে চাইলে নুহাশ বলেন, ‘এই উৎসবের একই সময়ে বেশ কিছু উৎসবের আয়োজন রয়েছে। সেখানে যুক্তরাজ্যে অংশ নিতে পারব কি না, বলতে পারছি না। তবে মনোনয়নে খুশি হয়েছি।’

এদিকে ‘সাবা’ দিয়ে প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘আমাদের “সাবা”র জার্নি দীর্ঘ সময় ধরেই চলছে। সেখানে রেইনড্যান্সের খবরটি বেশ ভালো লাগার। গুরুত্বপূর্ণ সব সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করবে। এটা আমাদের জন্য সম্মানের। দর্শক ও সমালোচকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

‘সাবা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘২ ষ’ নিয়ে এর আগে প্রথম আলোকে নুহাশ হুমায়ূন বলেন, ‘লোককাহিনি ও কুসংস্কারের বাইরে গিয়ে “২ ষ” বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এ ভয়গুলো মানুষকে দাবিয়ে রেখেছে বহু বছর। “২ ষ”-এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’ এতে চারটি গল্প রয়েছে। ‘২ ষ’তে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।

মাকসুদ হোসাইন। ছবি: নির্মাতার সৌজন্যে

অন্যদিকে ‘সাবা’র গল্পের সঙ্গে জড়িয়ে আছে দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। সেই সড়ক দুর্ঘটনা-পরবর্তী ঘটনা নিয়েই এগিয়ে যাবে গল্প। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার।

আরও পড়ুন