প্রায় দুই বছর আটকে থাকার পর জুলাইয়ে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন...’

‘অন্যদিন...’ ছবির বিশেষ প্রদর্শনীতে (বাঁ থেকে) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম; ছবিটির পরিচালক–প্রযোজক কামার আহমাদ সাইমন ও সারা আফরীন এবং অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। কবির হোসেন

প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর আলোর মুখ দেখছে ‘অন্যদিন...’। জুলাইয়ে ছ‌বি‌টি সি‌নেমা হ‌লে মুক্তি পা‌বে ব‌লে জানান প্রযোজক সারা আফরীন। ত‌বে মু‌ক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি।
এর আগে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় ছবিটির বিশেষ প্রদর্শনী ছিল। আমন্ত্রিত দর্শকেরা ছবিটি উপভোগ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন।

ছবিটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে। জুলাইয়ে সর্বসাধারণের জন্য মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন সিনেমার প্রযোজক ও নির্মাতা।
বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

‘অন্যদিন...’ ছবির বিশেষ প্রদর্শনীতে অতিথিরা। কবির হোসেন

২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড)। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এর পর থেকে ছবিটি আটকে ছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পেয়েছে। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে (সিনফন্দেশিওন) ছিল ‘অন্যদিন...’।

ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’–এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন।

আরও পড়ুন

২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।

আজ ছ‌বি‌টি দেখ‌তে এসেছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, নাট্যজন সৈয়দ জা‌মিল আহ‌মেদ, আলোক‌চিত্রী শহিদু‌ল আলম, লেখক মহিউদ্দিন আহমদ, সংগীত‌শিল্পী লুভা নাহিদ চৌধুরী, ব্যা‌রিস্টার সারা হো‌সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, গ‌বেষক আলতাফ পার‌ভেজ, অভিনেত্রী আজ‌মেরী হক বাঁধন, বাংলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক মোহাম্মদ আজম, চলচ্চিত্র সমা‌লোচক বিধান রি‌বেরুসহ আরও অনেকে।