শাহরুখের ‘জওয়ান’ মুক্তিতে কি চাপ বোধ করছেন সিয়াম?

একই সময়ে সিয়ামের ‘অন্তর্জাল’ ও শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবেকোলাজ

ঈদুল আজহায় মুক্তির কথা ছিল সিয়াম আহমেদের নতুন ছবি ‘অন্তর্জাল’। দর্শক আগ্রহ বাড়াতে প্রচারণাও করেছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু শেষমেশ জানা যায়, ছবিটি ঈদে মুক্তি পাবে না। যখন সিয়ামের ‘অন্তর্জাল’ মুক্তির খবর প্রকাশ্যে আসে তখন শোনা যায়, একই সময়ে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। এ নিয়ে দেশের চলচ্চিত্রের কেউ কেউ বলছেন, এটা পুরোপুরি অসম প্রতিযোগিতা। ‘জওয়ান’ ছবির মুক্তিতে ক্ষতিগ্রস্ত হতে পারে ‘অন্তর্জাল’। দেশের দর্শকেরা শাহরুখের সিনেমায় মেতে থাকবেন। তবে এ নিয়ে কোনো চাপ বোধ করছেন না অন্তর্জাল ছবির নায়ক সিয়াম। তিনি সরাসরি বলেন, ‘আমি আমার সিনেমা মুক্তির খবরে বেশি এক্সাইটেড।’

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’। ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কেউ ধারণা করছেন, ‘জওয়ান’ ছবিটি ‘পাঠান’-এর ব্যবসায়িক সাফল্যকে ছাড়িয়ে যাবে। এদিকে ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল ছবিটি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ছবির প্রধান চরিত্রের অভিনেতা সিয়ামের সঙ্গে কথা হয় আজ শুক্রবার দুপুরে।

একই সময়ে অন্তর্জাল ও জওয়ান মুক্তির প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, ‘মুক্ত বাজার অর্থনীতির এই সময়ে যাঁরা নীতিনির্ধারক, তাঁরাই সিদ্ধান্ত নিচ্ছেন, যেদিনই মুক্তি পাচ্ছে, সেদিনই বিদেশি ছবি আসবে কি আসবে না, আমি সেই সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে যাব না। কারণ, আমি নীতিনির্ধারক নই, আমি একজন শিল্পী। আমার জায়গা থেকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে স্বাগত জানাই।’

সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

কথায় কথায় সিয়াম বলেন,‘ আমি নিজেই ছোটবেলা থেকে শাহরুখ খানের ভক্ত। এটাই বাস্তবতা। আমরা তাঁর অসংখ্য ভালো ভালো কাজ দেখে বড় হয়েছি। তাঁর ছবির অনেক গান আমাদের মুখে মুখে। সেই জায়গা থেকে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে, যদি প্রথম দিনে মুক্তি পায়। ৩০০ কোটি বাজেটের জওয়ান সিনেমার সামনে অন্তর্জাল আমাদের এমন একটা সিনেমা, যা খুবই প্রয়োজনীয় বাজেটে তৈরি। তবে আমাদের ইন্ডাস্ট্রির তুলনায় বেশি বাজেটের সিনেমা। এই সিনেমা যথেষ্ট সময় নিয়ে তৈরি করা হয়েছে। এরপর মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। আমাদের টিমের সঙ্গে যুক্ত যাঁরা, টিমের বাইরে যতজন শুভাকাঙ্ক্ষী আছেন, যাঁরা ছবিটি দেখেছেন—তাঁরা একবাক্যে বলেছেন, এই প্যাটার্নের সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি। এ ধরনের গল্পের সিনেমা হয়নি। এটা আমাদের জন্য শক্তি, সাহস ও প্রেরণা জোগায়।’

গেল কয়েক মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো বড় বাজেটের দুটি ছবি। দুটি ছবিরই নায়ক বলিউডের প্রভাবশালী শাহরুখ খান ও সালমান খান।

‘জওয়ান’–এর ঝলকে শাহরুখ খান
ছবি : ভিডিও থেকে নেওয়া

তবে দুটি ছবির কোনোটিই বাংলাদেশের ‘লিডার; আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ এসবের সঙ্গে পেরে উঠতে পারেনি। বাংলাদেশের দর্শকদের বাংলাদেশি সিনেমায় আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সিয়ামের কথায় সেই প্রসঙ্গও উঠে এল। তিনি বলেন, ‘ক্রিকেটের ভাষায় যদি বলি, বিগত দিনের সব রেকর্ড বলে, বাংলাদেশের সিনেমাকে বাংলাদেশের দর্শক সব সময় কোথায় যেন এক রান কিংবা দুই রানে এগিয়ে রাখে। কখনো কখনো যেন আরও বেশি রানে এগিয়ে রাখে। গত কিছুদিনে হলিউড ও বলিউডের সিনেমার ক্ষেত্রেও তেমনটা দেখেছি। এসব সিনেমা বাংলাদেশের বাংলা সিনেমার কাছে পাত্তাই পায়নি। বাংলাদেশের একটা কিংবা দুইটা সিনেমা ভালো চললে হলিউড কিংবা বলিউডের প্রেক্ষাগৃহের সিট খালি থাকে। বাংলা সিনেমার দর্শকে প্রেক্ষাগৃহ পরিপূর্ণ থাকে। বাংলা সিনেমার টিকিট নিয়ে দর্শকেরা কাড়াকাড়ি করেছেন। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আমাদের জন্য দায়িত্বও বটে।’  

আরও পড়ুন

তবে সিয়াম মনে করেন, দর্শকের একাধিক ছবি দেখার সুযোগ থাকলে তা দর্শক দেখবেনই। সিয়াম বললেন, ‘এখানে কেউ কাউকে আটকে রাখতে পারবে না। অন্তর্জালও এমন একটা ছবি হয়েছে, যেটা দেখে আমার দেশের দর্শকেরা গর্ব করে বলতে পারবেন, এটা আমার দেশের ছবি এবং অবশ্যই নতুন কিছু।’

সিয়াম আহমেদ
সংগৃহীত

শাহরুখ খানের জওয়ান মুক্তি নিয়ে কোনো চাপ বোধ করছেন না সিয়াম। বললেন, ‘সত্যি বলতে, এখানে চাপ বোধ করার কোনো সুযোগই নেই। আমি এক্সাইটেড যে এত দিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। আসলেই আমাদের পুরো টিম যথেষ্ট পরিশ্রম দিয়েছে এই ছবির পেছনে। আমার মনে হয় যে অন্য কিছু না ভেবে এখন এটা দর্শকের সঙ্গে উদ্‌যাপনের সময়।’

আরও পড়ুন