হঠাৎ নায়িকার বিয়ের খবর, দেখে নিন ছবি

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। একনজরে দেখে নেওয়া যাক শিরিন শিলার গায়েহলুদ অনুষ্ঠান ও বিয়ের আয়োজনের কয়েকটি স্থিরচিত্র
১ / ৯
চিত্রনায়িকা শিরিন শিলা জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এরপর দুই পরিবারের সদস্যদের নিজেদের পছন্দের কথা জানান। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
২ / ৯
বিয়ের আনুষ্ঠানিকতার আগে চিত্রনায়িকা শিরিন শিলা তাঁর কাছের কয়েকজনকে নিয়ে গত বুধবার গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করেন। ঢাকার প্রগতি সরণির একটি স্টুডিওতে গায়েহলুদ অনুষ্ঠানের এ আয়োজন করা হয়।
৩ / ৯
শিরিন শিলার গায়েহলুদ অনুষ্ঠানে ঢালিউডের তিন নায়ক জয় চৌধুরী, শিপন মিত্র ও সাঞ্জু জন। পুরোটা সময় তাঁরা হাসি–আনন্দে মেতে ছিলেন। ঢালিউডের এই তিন নায়কের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে চিত্রনায়িকা শিরিন শিলার। ঢালিউডের বিভিন্ন আয়োজনেও তাঁদের একসঙ্গে দেখা যেত।
৪ / ৯
গায়েহলুদ আনুষ্ঠানে চিত্রনায়িকা শিরিন শিলা।
৫ / ৯
ছয় বছরের প্রেমের সম্পর্কের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে শিরিন শিলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁর বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। ২০১৮ সালের ১০ অক্টোবর তাঁদের দুজনের পরিচয়।
৬ / ৯
শিরিন শিলার বর আবিদুল মহায়মীন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তাঁর।
৭ / ৯
শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করেছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।
৮ / ৯
বরের সঙ্গে পরিচয় প্রসঙ্গে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ছয় বছর আগের ১০ অক্টোবর আমাদের পরিচয়। পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ের সিদ্ধান্ত নিই আমরা। এর আগের সময়টায় আমরা একে অপরকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
৯ / ৯
শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সংগৃহীত