মজনুকে দেখে শিখেছি, ভালোবাসা কী, কাকে বলে: মাহি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহিছবি: শফিক আল মামুন

‘এই ছবিতে কাজ করতে গিয়ে আমি মজনুকে দেখে শিখেছি, ভালোবাসা কী, কাকে বলে। বাস্তবে আমার কাছে মনে হয়, প্রত্যেক মেয়ের জীবনেই মজনু আছে, কেউ জানতে পারে, কেউ পারে না,’ বলছিলেন মাহিয়া মাহি।
আগামী ৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি। এ উপলক্ষে শনিবার রাতে এফডিসিতে ছবির ট্রেলার ও গানের ঝলক প্রকাশ অনুষ্ঠান হয়। সেখানে ছবিতে তাঁর প্রেমিক মজনু সম্পর্কে অভিনেত্রী মাহি এসব কথা বলেন।
ছবির নায়িকা লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহি। তিনি বলেন, ‘আমার ১০ বছরের অভিনয়জীবনে যত সিনেমাতে কাজ করেছি, “পোড়ামন”সহ অনেক ছবিই হিট হয়েছে। আমি প্রমিজ করে বলতে পারি, এই ছবিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে, আমার জীবনের সেরা ছবি এটি। শুটিংয়ে এত মজা, এত আনন্দ নিয়ে আমি কখনো কোনো সিনেমায় কাজ করিনি।’

‘যাও পাখি বলো তারে’ সিনেমার অভিনয়শিল্পীরা
ছবি: শফিক আল মামুন

সিনেমাটি নিয়ে মাহির কথা, ‘এই ছবিতে আমার অভিনয় করতে হয়নি। পরিচালক আমার ভেতর থেকে অভিনয় বের করে এনেছেন। লাভলীর সঙ্গে মাহিয়া মাহি মিশে গিয়েছিলেন। ছবির গল্পটা খুবই সুন্দর, মিষ্টি। পরিচালককে ধন্যবাদ, লাভলী চরিত্রটি আমাকে দিয়ে করিয়েছেন।’
সম্প্রতি মাহি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সে খবর পাওয়ার পর প্রথমবার সংবাদকর্মীদের মুখোমুখি হবেন, এমন খবরে এদিন অনুষ্ঠান শুরুর আগে থেকেই সবার আগ্রহ ছিল মাহিকে ঘিরে। অনুষ্ঠান শুরু হওয়ার আধঘণ্টা পর স্বামী রাকিব সরকারকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন মাহি। তাঁর আগে ট্রেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান, সাবেক সভাপতি মুশফিকুর রহমান, ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান, ছবির দুই নায়ক আজাদ আদর ও শিপন মিত্র। আরও বক্তব্য দেন ছবির গানের গীতিকার ও কণ্ঠশিল্পীরা। সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে স্বামী রাকিব সরকারকে পাশে নিয়ে সিনেমা ও তাঁর ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহি।

নিজের মধ্যে অন্য আরেকজনের অস্তিত্ব, কেমন লাগছে, এক সংবাদকর্মীর করা প্রশ্নে মাহিয়া মাহি বলেন, ‘বোঝানো যাবে না। আমার জীবনে প্রথম ঘটনা এটি। এখনো ওভাবে বুঝতে পারছি না। তবে ঘটনাটি ঘটার পর থেকে দুই পরিবার থেকে আমার যে পরিমাণ যত্ন নেওয়া হচ্ছে, তাতে বুঝতে পারছি, কিছু একটা হতে চলেছে।’

‘যাও পাখি বলো তারে’ ছবিতে আদর ও মাহি

এরই মধ্যে মাহি-রাকিবের অনাগত সন্তানকে ঘিরে দুই পরিবারে আনন্দ, উন্মাদনা শুরু হয়েছে। ছেলে হবে না মেয়ে, এখনো সেই খবর নিশ্চিত হওয়া না গেলেও সম্ভাব্য সন্তানের নামও ঠিক করে ফেলেছেন মাহি। বলেন, ‘আমি চাই, আমার মেয়ে হোক। আমার মন বলছে, আমার মেয়ে হবে। মেয়ে হলে আমার রেস্তোরাঁর নামে ফারিশতা রাখব। ছেলে হলে নাম ঠিক করিনি এখনো।’ তিনি বলেন, ‘এটি একটি আনন্দের খবর। এত বড় আনন্দের খবর মানুষ কেন লুকিয়ে রাখে জানি না। আমার কাছে এটি অত্যন্ত সুখের খবর। এটি লুকিয়ে রাখতে চাইনি। যদিও বাসার সবাই বলেছিল আরও কিছুদিন পর খবরটি দিতে। আমি শুনিনি, সবাইকে জানিয়ে দিয়েছি।’

সেই ক্ষেত্রে কত দিন কাজ থেকে বিরতি নেবেন, আরেক  প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘এক বছর তো নেব। তবে এখনই নিচ্ছি না। সেই পরিস্থিতি এখনো হয়নি। অ্যাকশনবিহীন একেবারেই প্রেমের গল্পের ছবিতে সুযোগ হলে আরও কিছুদিন কাজ করতে পারব। আপাতত মিডিয়ার ছোটখাটো কাজ করে যাচ্ছি।’  
‘যাও পাখি বলো তারে’ সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, রাশেদ  অপু, রেবেকা, মাহমুদুল ইসলাম প্রমুখ।  কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।