অপু ‘আউট’, মাহি ‘ইন’

অপু বিশ্বাস ও মাহিয়া মাহি।প্রথম আলোর ফাইল ছবি কোলাজ

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন এক প্রযোজক। সে কারণে চুক্তি হওয়া চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে এই নায়িকাকে। অপুকে বাদ দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই নতুন নায়িকাকে চুক্তিবদ্ধ করেন প্রযোজক। সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’–এ নায়িকা হিসেবে এবার চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল বুধবার রাতে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের উপস্থিতিতে ছবিতে চুক্তিবদ্ধ হন মাহি।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আট বছর আগে ‘ভালোবাসার রং’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। এই সময়ের মধ্যে ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম সরকারি অনুদানের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন বলে জানালেন মাহি। প্রথম আলোর সঙ্গে আলাপে মাহি বলেন, ‘অনেকগুলো প্রথম এই ছবিটির সঙ্গে যুক্ত হয়ে আছে। এবারই প্রথম অনুদানের সিনেমায় অভিনয় করতে যাওয়ার পাশাপাশি রোশানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পের ছবিতেও এই প্রথমবার কাজ করব।’

আশীর্বাদ ছবিতে দুই দিন আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। এরপর বাদ পড়েন তিনি। বিষয়টি মনে করিয়ে দিতে মাহি জানালেন, তিনি আগের কিছু নিয়ে ভাবতে চান না। বললেন, ‘নিশ্চয়ই দুই পক্ষের এ নিয়ে আলাদা আলাদা যুক্তি আছে। আমি ওসব নিয়ে কিছু বলতে কিংবা ভাবতেও চাই না। প্রযোজকের কাছ থেকে আমার কাছে ছবিটির প্রস্তাব আসার পর গল্প শুনেছি। ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো মোস্তাফিজুর রহমান মানিক স্যারের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ। অনেক কিছু চিন্তা করে কাজটি করতে রাজি হয়েছি।’