জায়েদ–অপু একসঙ্গে

জায়েদ ও অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

বিধিনিষেধে একের পর এক সিনেমার শুটিং স্থগিত হচ্ছে। এ রকম এক সময়ে মহরত হয়ে গেল ‘জখম’ সিনেমার। এটি পরিচালনা করবেন অপূর্ব রানা। সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস ও জায়েদ খান। এ ছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘জখম’ ছবিতে কাজের ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে চলছে ক্রান্তিকাল। করোনা মহামারি আরও পিছিয়ে দিয়েছে আমাদের। এমন পরিস্থিতিতে প্রযোজকেরা ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন না। নতুন ছবির অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। এমন দুঃসময়েও নতুন ছবির মহরত চলচ্চিত্রের জন্য ইতিবাচক। আমি শাপলা মিডিয়াকে সাধুবাদ জানাই।’

ঋতুপর্ণা সেনগুপ্ত
ছবি : প্রথম আলো

মহামারির কারণে মহরতে যোগ দিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। মুম্বাইয়ে ‘আতর’ ও ‘অন্তর্দৃষ্টি’ নামে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। ‘জখম’ ছবিতে অভিনয়ের ব্যাপারে ঋতুপর্ণা বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে লকডাউন চলছে বলে বাংলাদেশে যেতে পারলাম না। আমাকে দুটি ছবির চিত্রনাট্য দেওয়া হয়েছে। এখনো চুক্তি না হলেও মোটামুটি কাজের বিষয়টি চূড়ান্ত। পরিস্থিতি ভালো হলেই সবকিছু চূড়ান্ত হবে।’

জখম সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় দুই নায়িকাকে নিয়ে পর্দায় ফিরছেন জায়েদ খান। সর্বশেষ তাঁকে দেখা যায় ‘প্রতিশোধের আগুন’ সিনেমায়। ‘জখম’ সিনেমার গল্পে ঋতুপর্ণাকে জায়েদের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁর নায়িকার ভূমিকায় থাকবেন অপু বিশ্বাস। পারিবারিক–থ্রিলার ঘরানার এ সিনেমার জন্য দুই মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন জায়েদ। প্রায় দুই বছর পরে ক্যামেরার সামনে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার “অন্তর্জ্বালা” সিনেমার সফলতার পর সেভাবে আর গড়পড়তা সিনেমা করতে চাইনি। পরে অনেক প্রস্তাব পেলেও সাংগঠনিক কাজেও ব্যস্ত ছিলাম, দেশের পরিস্থিতি ভালো ছিল না। অপেক্ষা করছিলাম বড় বাজেটের, ভালো গল্পের জন্য। সেই সুযোগটি পেয়েছি। সময় নিয়ে ঢাকা এবং বান্দরবানে সিনেমাটির শুটিং করতে চাই। এখানে আমাকে তিনটি লুকে দেখা যাবে।’ আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সিনেবাজ’ নামে নতুন একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সিনেবাজ’ নামে নতুন একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শাপলা মিডিয়ার পক্ষে নতুন সিনেমার নাম ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বর্তমান সভাপতি সোহানুর রহমান, প্রযোজক মোহাম্মদ হোসেন, সেলিম খান, অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি, বিপাশা কবির, শান্ত খান, দীঘি প্রমুখ। সিনেবাজ–এ ‘বিদ্রোহী, ‘বিক্ষোভ’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চোখ, ‘আগস্ট ১৯৭৫’ ও ‘পরানে পরান বাধিয়া’ পর্যায়ক্রমে মুক্তি পাবে।