অবশেষে ‘জাল ছেঁড়ার গল্প’

দীর্ঘ চার বছর আগে স্বাধীনতা দিবসে মুক্তির কথা ছিল সিনেমাটির। পরিচালক ছিলেন অনড়। তিনি স্বাধীনতা দিবসেই মুক্তি দেবেন। কিস্তু মুক্তি দিতে গিয়েই বিলম্ব হয়। অবশেষে আজ মুক্তি পেয়েছে ‘জাল ছেঁড়ার সময়’। সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। অবশেষে সিনেমাটি স্বাধীনতা দিবসে মুক্তি দিতে পেরে খুশি নির্মাতা সাজ্জাদ হায়দার।
২০১৮ সালের কথা। সে সময়ই অনেকটা প্রস্তুত ছিল ‘জাল ছেঁড়ার কথা’ সিনেমাটির কাজ। সে বছরই সিনেমাটির মুক্তির কথা ছিল। কিন্তু দেশের জাতীয় নির্বাচনে সিনেমাটি দর্শকদের কাছে সেই অর্থে পৌঁছাবে না ভেবে নির্মাতা সিনেমাটির মুক্তি পিছিয়ে দেন। পরে ২০২০ সালের মুক্তি কথা থাকলেও শুরু হয় করোনা মহামারি। অবশেষে দীর্ঘদিন অপেক্ষা করেন চলচ্চিত্রটির কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক সাজ্জাদ হায়দার।

সিনেমাটি একাত্তরের দ্রোহ, ভালোবাসা, যুদ্ধ আর দেশপ্রেমের গল্পকে উপজীব্য করে নির্মিত উল্লেখ করে সাজ্জাদ বলেন, ‘সেই সময় স্বাধীন দেশ বলা হলেও পাকিস্তানের অংশ হিসেবে আমরা পরাধীন ছিলাম। আমরা একটা জালের মধ্যে আটকে ছিলাম। এখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসাকে বলতে চেয়েছি জাল ছেঁড়ার সময়।’ গল্পের শুরু ১৯৭০ সাল থেকে। গণ-অভ্যুত্থানের পর থেকে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, গল্পে ২৫ মার্চ কালরাত ও অবরুদ্ধ ঢাকা নগরীর মানুষের মানবিক সংকটগুলো তুলে ধরা হয়েছে বলে জানান এই পরিচালক।

করোনাকালে দীর্ঘদিন পর ১১ মার্চ একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘গুণিন’ ও ‘শিমু’ নামের দুই সিনেমা। পরের সপ্তাহে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা।

এক সপ্তাহের বিরতিতে আবারও ঢালিউডে আজ একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। অন্যটি ‘লকডাউন লাভ স্টোরি’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে করোনাকালের প্রেমের গল্প। ‘জাল ছেঁড়ার সময়’ সিনেমার পরিচালক জানান, তাঁর সিনেমাটি শুধু যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে। পরে হলের সংখ্যা বাড়তে পারে। ‘লকডাউন লাভ স্টোরি’ ঢাকা এবং ঢাকার বাইরে ১০টি সিনেমা হলে মুক্তির কথা।