অবশেষে ভালোবাসা দিবসে অপু-বাপ্পীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে জুটি বাঁধেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

২০১৮ সালের মে মাসের মাঝামাঝিতে শুরু হয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং। কাজ শেষ হয়েছে বছরখানেক আগে। ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পায় ছবিটি। বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সর্বশেষ গত বছর ভালোবাসা দিবসেও মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। করোনার কারণে তখন মুক্তি পায়নি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিংয়ে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী

এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ২০০০ সালে পরিচালকের প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আগের কিস্তিতে অভিনয় করেছিলেন শাবনূর ও রিয়াজ।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির ঘোষণা দিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, এটি তেমনই একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকেরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন, ছবিটি উপভোগ করবেন।’ তিনি বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। আমরা তাঁকে বিশেষভাবে স্মরণ করছি।’

মুক্তির তারিখ দিয়েও করোনার কারণে মুক্তি পায়নি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটি। এখন মুক্তির জন্য হল খোলার অপেক্ষায়। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, সাদেক বাচ্চু ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে জুটি বাঁধেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

একই নামে দ্বিতীয় ছবি হলেও কোনোভাবেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল বলতে নারাজ পরিচালক। তাঁর কথায়, ‘এটা কোনো সিক্যুয়াল নয়, রিমেক নয়, এমনকি পুনর্নির্মাণও নয়। এবারের ছবির সঙ্গে আগের ছবির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। আমি যে একবিন্দুও বাড়িয়ে বলছি না, তা ছবিটি দেখলেই দর্শকেরা বুঝতে পারবেন।’ নির্মাণের শুরু থেকেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে, বিশেষ করে অপু এবং তুলনামূলকভাবে নবীন নায়ক বাপ্পী জুটি কেমন হয়, তা নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ।