আপত্তিকর সংলাপের অভিযোগ ‘কসাই’–এর বিরুদ্ধে

রাশেদ মামুন অপু
ছবি: সংগৃহীত

আপত্তিকর কিছু সংলাপ রয়েছে ‘কসাই’ ছবিতে। সেসব বাদ না দিলে সেন্সর পাবে না এটি। সম্প্রতি ছবিটি দেখেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। রোববার আপত্তিকর সংলাপ সরিয়ে আবার সেন্সরের জন্য জমা দেবেন নির্মাতা। তাহলেই সেন্সর পাবে এটি।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন জানান, বোর্ডের বেশ কয়েকজন সদস্য ১৬ মার্চ ‘কসাই’ ছবিটি দেখেছেন। তাঁদের মত, ছবির কিছু দৃশ্যে সেন্সর নীতিমালার পরিপন্থী কিছু সংলাপ আছে। সেগুলো সংশোধন করে নির্মাতাকে আবারও ছবি জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে সেন্সরের জন্য বিবেচনায় আছে সেটি। সংশোধন করে জমা দিলেই মিলবে সনদ। তখন প্রেক্ষাগৃহে মুক্তিতে আর বাধা থাকবে না। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘সেন্সরে জমা দেওয়া ছবি দেখে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে থাকি। কারণ, আমাদের নীতিমালা দেখে সিদ্ধান্ত নিতে হয়। ‘কসাই’ ছবিতে নীতিমালাবিরোধী খুব বেশি কিছু নেই। শুধু কিছু দৃশ্য দেখে মনে হয়েছে এগুলো থাকা উচিত নয়। তা ছাড়া আপত্তিকর কিছু সংলাপ আছে। এ জন্য ছবিটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেটা সংশোধন করতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জমা দিলে আবার দেখা হবে। পর্যবেক্ষণ সাপেক্ষে ঠিকঠাক মনে হলে আমরা সেন্সরের জন্য সুপারিশ করব।’

‘কসাই’ ছবির শুটিংয়ের একটি মুহুর্তে
ছবি: সংগৃহীত

নাম প্রকাশ না করার শর্তে সেন্সর বোর্ডের এক সদস্য জানান, ‘সম্প্রতি অনন্য মামুনের দুটি ছবি দেখে তাঁর ওপর বিরক্ত হয়েছিলাম। “কসাই” দেখে মনে হয়েছে, তাঁর মধ্যে ভালো কাজের চেষ্টা আছে। তবে দেশের সংস্কৃতির ব্যাপারটা তাঁকে মাথায় রাখতে হবে। গুঞ্জন তৈরি না করে, কাজের প্রতি মনোযোগ দিতে হবে তাকে। তাহলেই সে ভালো করবে।’
পরিচালক অনন্য মামুন জানান, ‘কসাই’ ছবিটি নিয়ে তিনি খুবই আগ্রহী। সেন্সর সনদ হাতে এলেই ছবিটির মুক্তির প্রক্রিয়া নিয়ে ভাববেন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের চোখে কিছু দৃশ্যে সামান্য সমস্যা আছে, তেমনটাই জেনেছি। সেটা খুবই ছোট। সংশোধন করে ২১ মার্চ রবিবার জমা দেব। সেন্সর পেলেই আমরা মুক্তির দিন চূড়ান্ত করব।’

ছবিটিতে অভিনয় করেছেন প্রিয়মনি ও নিরবসহ আরও অনেকে
ছবি: সংগৃহীত

এর আগে অনন্য মামুন পরিচালিত দুটি ছবি আটকে দেয় সেন্সর বোর্ড। ‘নবাব এলএলবি’ ছবি নিয়ে ওঠে অশ্লীলতার অভিযোগ। সেই ছবি এখনো সেন্সরে আটকে আছে। এ ছাড়া ‘মেকআপ’ ছবিটি সেন্সরবোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। একজন সুপারস্টারের জীবন নিয়ে ছবির গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। কিন্তু ছবিটি দেখে ক্ষুব্ধ সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য। তাঁদের ভাষ্য, ছবিটিতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক কিছু বিষয় দেখানো হয়েছে, যা দেখে এ ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। ছবির ১৫টি দৃশ্যে সংলাপ নিয়ে আপত্তি উঠেছিল।

‘কসাই’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। ছবিতে আরও অভিনয় করেছেন নিরব, নওশাবা, প্রিয়মনি প্রমুখ।