‘১১ বছর ধরে এ ছবি বানিয়েছি’

উৎসবের শিল্পনির্দেশক অ্যান্ড্রিউ মহসেন, বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, সংগীত পরিচারক এ আর রাহমান, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট মোহামেদ হেফজি
ছবি: উৎসবের ফেসবুক পেজ থেকে

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ প্রদর্শনী শাখায় গত রাতে দেখানো হয়েছে বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়ায় দারুণ উচ্ছ্বসিত পরিচালক। এমনকি ছবিটি নিয়ে ফেসবুকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন উৎসবের কর্মকর্তারাও।

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার রাশা হোসনি সোমবার সকালে ফেসবুকে লিখেছেন, ‘এ পর্যন্ত যতগুলো ছবি দেখানো হয়েছে, এর মধ্যে এশিয়ার দুটি ছবি থেকে সবচেয়ে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। একটি “ড্রাইভ মাই কার” ও “নো ল্যান্ডস ম্যান”। প্রদর্শনীর পর গতকাল “নো ল্যান্ডস ম্যান” ছবির পরিচালক ও অভিনেত্রীকে সরাসরি নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা।’

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেগান মিচেল
ছবি: উৎসবের ফেসবুক পেজ থেকে

প্রদর্শনীতে সশরীর উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রাহমান, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও পরিচালক ফারুকী। কায়রো থেকে সোমবার দুপুরে প্রথম আলোকে তিনি জানান, উৎসবে ছবির দর্শক প্রতিক্রিয়ায় তিনি আপ্লুত। ফারুকী বলেন, ‘এই ছবি বানাতে আমার প্রায় ১১ বছর লেগেছে। কাল যখন দর্শক ছবিটি দেখছিলেন, যেভাবে এর সঙ্গে নিজেদের মিলিয়ে-মিশিয়ে ফেলছিলেন, যেখানে ভাবার সেখানে ভাবছিলেন, যেখানে হাসার সেখানে হাসছিলেন, যেখানে আবেগাক্রান্ত হওয়ার কথা, সেখানে এসে চোখ ধরছেন। শোর পর প্রশ্নোত্তর পর্বে তাঁরা যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মনোমুগ্ধকর। এমন প্রতিক্রিয়ার জন্যই আমরা কষ্ট করে ছবি বানাই।’

মেগান মিচেল ও ফারুকী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ কবে ‘নো ল্যান্ডস ম্যান’ দেখবেন? এ প্রশ্নে ফারুকী বলেন, ‘দেশের মানুষ কবে ছবিটি দেখবেন, সেটা এখনো বলতে পারছি না। দেশ-বিদেশের মানুষ যাতে ছবিটি দেখতে পারেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।’

২৬ নভেম্বর শুরু হওয়া কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হবে ৫ ডিসেম্বর। সেখান থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ঘুরে দেশে ফিরবেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।