‘প্রাণভরে আকাশটা দেখলাম’

শাকিব খান
ছবি : প্রথম আলো

ঈদের রাতে পদ্মাপাড়ে দেখা গেছে ঢালিউড তারকা শাকিব খানকে। এত রাতে কেন তিনি গিয়েছিলেন সেখানে? সঙ্গেই–বা ছিলেন কারা? ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে প্রথম আলোকে এই অভিনেতা জানালেন সেসব।

ঘনিষ্ঠ দুজন বন্ধুকে নিয়ে রাত সাড়ে নয়টায় ঢাকার অদূরে মাওয়া ঘাটে যান শাকিব খান। সেদিন সকালে বারিধারার এক মসজিদে ঈদের নামাজ পড়েন তিনি। এরপর বাবা–মায়ের সঙ্গে গুলশানের বাসায় সময় কাটান। আত্মীয়স্বজনের কেউ কেউ এসেছিলেন তাঁদের সঙ্গে দেখা করতে।

শাকিব খান
ছবি : প্রথম আলো

শাকিব খান বলেন, ‘রোজায় অভ্যাস হয়ে গিয়েছিল, একবারে সাহ্‌রি শেষ করে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাওয়া। ঘুম থেকে উঠে অন্যান্য কাজের ফাঁকে জিমেও সময় কাটত। সে অভ্যাসটা রয়ে গেছে। তাই চাঁদরাতেও ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। এরপর সকালে উঠে ঈদের নামাজ পড়লাম। নামাজ শেষে আব্বা–আম্মার সঙ্গে সময় কাটালাম। একমাত্র ছোট বোনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর উঠে শুনি আত্মীয়দের কেউ কেউ এসেছেন। তাঁদের সঙ্গেও আলাপ হলো।’

শাকিব খান
ছবি : সংগৃহীত

ঈদের সারা দিনের আড্ডা ও পরিবারের সঙ্গে সময় কাটানো শেষে রাতে গাড়ি নিয়ে ঘুরতে বের হন শাকিব খান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর কাছের দুজন মানুষ। শাকিব জানালেন, ‘আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে এই পথ ধরেই যেতে হয়। অনেক বছর গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। ঈদের দিন রাতে যখন বের হলাম, রাস্তাটা দেখে মুগ্ধ হলাম। বদলে গেছে অনেক কিছু। গাড়িতে যেতে যেতে চারপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এরপর গাড়ি গিয়ে থামালাম পদ্মা নদীর পাড়ে নিরিবিলি একটা জায়গায়। দেড় ঘণ্টার মতো নদীর পাড়ে দাঁড়িয়েই আমরা আড্ডা দিলাম। প্রাণভরে আকাশটা দেখলাম। কত বছর পর যে এমন নিরিবিলি বাইরে ঘুরলাম। সত্যি, সময়টা কেটেছে অসাধারণ। একরাশ মুগ্ধতা নিয়ে রাতে বাসায় ফিরলাম।’

শাকিব খান
ইনস্টাগ্রাম

ঈদে সাধারণত শাকিব খানের যাবতীয় ব্যস্ততা থাকে তাঁর অভিনীত সিনেমা ঘিরে। কিন্তু করোনার কারণে গত বছরের দুই ঈদ ও এবারের ঈদে তাঁর অভিনীত ছবি মুক্তি পায়নি। এবারের ঈদেও ‘অন্তরাত্মা’ নামের একটি ছবি মুক্তির কথা ছিল। লকডাউনের কারণে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে ঈদে প্রেক্ষাগৃহে শাকিব খানের কোনো ছবি মুক্তি না পেলেও টেলিভিশন চ্যানেলগুলোতে ছিল শাকিবের অনেকগুলো ছবি। বাংলাদেশের প্রায় সব টেলিভিশনে প্রচারিত হচ্ছে শাকিব খান অভিনীত বিভিন্ন সিনেমা। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরের সব বাঙালিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক। ঈদের আগের দিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে নতুন এক অঙ্গীকারের কথা বলেন তিনি।

শাকিব খান
ছবি: প্রথম আলো

শাকিব খান বলেন, ‘দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বজুড়ে এ কঠিন পরিস্থিতির কারণে যে যেখানে আছেন, সেখানে থেকে সতর্কতার সঙ্গে ঈদ উদ্‌যাপন করি। এবারের ঈদে আমাদের দায়িত্বশীল হতে হবে। ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে, সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে। নিজের ও পরিবারের প্রতি যত্নবান ও সতর্ক হতে হবে।’