‘এই চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তি আমরা উদ্‌যাপন করতে চাই ’

২০২১ সালে বাংলাদেশে নির্মিত পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্রগুলো থেকে মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২১–এর জন্য সমালোচকেরা বেছে নিয়েছেন সেরা কয়েকটি চলচ্চিত্র, সেসবের পরিচালক ও অভিনয়শিল্পীকে। মেরিল–প্রথম আলো সমালোচক চূড়ান্ত পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া এই গুণীজনেরা জানালেন নিজেদের প্রতিক্রিয়া।

কোলাজ
সমালোচকের চোখে সেরা চলচ্চিত্র

চন্দ্রাবতী কথা, এন রাশেদ চৌধুরী

চন্দ্রাবতী কথা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। উপমহাদেশের প্রতিভূ নারীবাদী কবি চন্দ্রাবতীর জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি ইতিপূর্বে সর্বস্তরের দর্শকগোষ্ঠীর মধ্যেও সমাদর লাভ করেছে। এর ধারাবাহিকতায় এবারের মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করায় চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ সমালোচকদের মধ্যেও স্বীকৃতি পেল। এ জন্য মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সব পৃষ্ঠপোষক ও প্রযোজককে আমাদের চলচ্চিত্রটি নির্মাণে সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।

নোনা জলের কাব্য, রেজওয়ান শাহরিয়ার

২০২১ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভীষণ কঠিন একটি বছর ছিল। এর মধ্যেই আমরা আমাদের ছবিটি মুক্তি দিয়েছি। শত প্রতিকূলতার মধ্যেও গত বছর বেশ কিছু ছবি হয়েছে, সেগুলো সমালোচকদের চোখে পড়েছে। সেখান থেকে নোনা জলের কাব্য চলচ্চিত্রটি মনোনয়ন পেয়েছে, এটি অনেক বড় ব্যাপার। ধন্যবাদ জুরিদের।

রেহানা মরিয়ম নূর, এহসানুল হক

যেকোনো সম্মাননাই আমাদের অনুপ্রেরণা দেয়। গতবার লাইভ ফ্রম ঢাকা, এবার রেহানা মরিয়ম নূর নিয়ে আমরা সব জায়গা থেকে ব্যাপক সাড়া ও সম্মান পেয়েছি। আশা করছি, সাফল্যের এই যাত্রা অব্যাহত থাকবে। মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ আমাদের মনোনয়ন দেওয়ার জন্য।

সমালোচকের চোখে সেরা পরিচালক

আবদুল্লাহ মোহাম্মদ সাদ, রেহানা মরিয়ম নূর

মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। বাংলাদেশের অন্যতম সম্মানিত আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।

এন রাশেদ চৌধুরী, চন্দ্রাবতী কথা

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক শাখায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় আমি অভিভূত! ষোড়শ শতকের বাংলা সাহিত্যের কিংবদন্তি গীতিকবি চন্দ্রাবতীর জীবন, সাহিত্যকৃতি ও সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে নির্মিত চন্দ্রাবতী কথা আমাদের আবহমান লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যনির্ভর একটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র নির্মাণ প্রয়াস। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র নির্মাণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন পরিচালক তাঁর আরাধ্য চলচ্চিত্রচর্চা অব্যাহত রাখেন। চন্দ্রাবতী কথার নির্মাণও এমন প্রক্রিয়ারই অবিচ্ছেদ্য অংশ। চলচ্চিত্র চন্দ্রাবতী কথার এই চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তি আমরা উদ্‌যাপন করতে চাই আমাদের চলচ্চিত্রের সব কলাকুশলী, শিল্পী, শুভাকাঙ্ক্ষীর সঙ্গে, যাঁদের নিরঙ্কুশ সহযোগিতা ছাড়া চলচ্চিত্রটি হয়তো আলোর মুখ দেখত না। সবাইকে কৃতজ্ঞতা জানাই।

রেজওয়ান শাহরিয়ার, নোনা জলের কাব্য

পরিচালক হিসেবে নোনা জলের কাব্য আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। ছবিটি আজ চার–চারটি শাখায় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি ও আমার টিম ভীষণ আনন্দিত। সত্যি কথা বলতে, এই ছবির জন্য আমরা মাসের পর মাস দিনরাত পরিশ্রম করেছি। আর এই ছবি করতে গিয়ে যাঁদের খুব কাছ থেকে দেখেছি, গঙ্গামতির চরের সেই জেলে ভাই ও বোনেরাও কিন্তু আপনাদের দেওয়া এই সম্মানের ভাগীদার। এই ছবিতে তাঁরা সমাজের অসংগতিগুলো নিয়ে খুব সাহসী কিছু বাণী উচ্চারণ করেছেন। আশা করছি, প্রথম আলো পরিবারের মাধ্যমে দেশের এমন আরও অনেক না–বলা গল্প সারা দেশবাসীর মধ্যে ছড়িয়ে যাবে।

সমালোচকের চোখে সেরা পরিচালক (ওয়েব সিরিজ)

আশফাক নিপুণ, মহানগর

খুবই ভালো লাগছে, আমার প্রথম সিরিজ মহানগর দিয়েই সমালোচক শাখায় সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছি। তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছি, এটাও বাড়তি আনন্দের। তবে খুশি আরও কয়েক গুণ বেড়ে যেত যদি পুরস্কার শুধু সেরা পরিচালকে সীমাবদ্ধ না থেকে অভিনয় ও কারিগরিশিল্পীদেরও অন্তর্ভুক্ত করা হতো। ওয়েব সিরিজের মতো বড় আয়োজনের কাজ গুণী অভিনয় ও কারিগরিশিল্পী ছাড়া করা সম্ভব নয়। আশা করি, ভবিষ্যতে তাঁদেরও সম্মানিত করা হবে। মনোনীত অন্য পরিচালকদের জন্য শুভকামনা।

রবিউল আলম, ঊনলৌকিক

ঊনলৌকিক নিয়ে আমার বিভিন্ন নিরীক্ষা, চিন্তাভাবনার প্রতি আস্থাশীল ও সহায়ক থাকার জন্য সব কলাকুশলী, অভিনয়শিল্পী ও চরকির প্রতি ভালোবাসা। দর্শক-সমালোচকদের ধন্যবাদ, তাঁদের ইতিবাচক সাড়ার ফলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে। স্বীকৃতি সব সময়ই নতুন কিছু করার প্রেরণা জোগায়। মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ এই স্বীকৃতির জন্য।

সালেহ সোবহান, সিদ্দিক আহমেদসুকর্ণ শাহেদ, জাগো বাহে

ভিন্ন গল্প নিয়ে কাজ করার জন্য কেউ আগ্রহ দেখায় না। আমাদের মতো তরুণদের এমন সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে প্রযোজককে ধন্যবাদ। আমাদের এই নির্মাণ সবাই পছন্দ করেছেন, এটা অনেক বড় পাওয়া। সমালোচকদের নজরে এসেছে কাজটি, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে আরও ভালো কাজ করার দায়িত্ব বেড়ে গেল।