‘কসাই’ মুক্তি পাচ্ছে

‘কসাই’ ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে

এক দিন আগেও নিরবের জানা ছিল না, এবারের ঈদে তাঁর সঙ্গে দর্শকের দেখা হবে। মঙ্গলবার দুপুরে যখন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাঁকে জানানো হলো, তখন তিনি যারপরনাই খুশি। নিরবের ভাষায়, একজন অভিনয়শিল্পী হিসেবে আমার ছবি যখন মুক্তি পাবে, তা–ও আবার ঈদের মতো বড় উৎসবে, তখন আমার ভালো লাগা সীমাহীন থাকবে, এটাই স্বাভাবিক। বলতে পারেন, ছবি মুক্তির খবর আমার ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
নিরব অভিনীত ‘কসাই’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। যাঁদের সাবস্ক্রাইব করা আছে, তাঁরাই শুধু ছবিটি দেখতে পাবেন। এই ছবির মাধ্যমে এবারই প্রথম কোনো ওটিটি প্ল্যাটফর্মে নিরবকে দেখা যাবে। ছবিটির পরিচালক অনন্য মামুন।

‘কসাই’ ছবি নিরবের সঙ্গে অভিনয় করবেন প্রিয় মণি
ছবি : সংগৃহীত

দেশীয় এই ওটিটি প্ল্যাটফর্মে এর আগে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ এবং রোশানের ‘মেকাপ’। নিরব জানালেন, ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার ছবি মুক্তি পেলেও ‘কসাই’ মুক্তির মাধ্যমে প্রায় নয় বছর পর ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাচ্ছে তাঁর কোনো সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকের সঙ্গে সরাসরি দেখা হয়, কথা হয়, হাত মেলানো হয়। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের প্রতিক্রিয়াটা পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। দুটোর আবেদন দুই রকম। এটাকে সময়ের দাবি হিসেবেও মনে করছেন নিরব। কসাই ছবির নায়ক নিরব বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে নিজের পাশাপাশি অন্য সবার সুরক্ষাটা সবচেয়ে বেশি জরুরি। এখন সিনেমা হলে যাওয়ার পরিবেশ নেই। তাই ঘরে বসেই দর্শকেরা অ্যাপের মাধ্যমে কসাই দেখুক।

চিত্রনায়ক নিরব ও পরিচালক অনন্য মামুন
ছবি : সংগৃহীত

‘হিংস্রতাই নেশা’ স্লোগান নিয়ে কসাই ছবিটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এই ছবিতে নিরব ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।
এদিকে কসাই ছবিটির মুক্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার। এতে বিভিন্ন লুকে দেখা গেছে ছবির প্রধান চরিত্রের সব অভিনয়শিল্পীকে। পরিচালক ছবিটি সম্পর্কে ধারণা দিতেই ট্রেলার প্রকাশ করেছেন।
কসাই প্রসঙ্গে নিরব বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি শেষ করেছি। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি, মামুন একজন মেধাবী পরিচালক। তিনি বেশ ভালো করে গল্প বোঝাতে পারেন এবং তা পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। আমাদের এ গল্পে প্রচুর সাসপেন্স আছে, ট্রেলারে তার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। আমার বিশ্বাস, দর্শকেরা নিরাশ হবেন না।’

নিরব
ছবি: সংগৃহীত

গেল বছরের ডিসেম্বরে পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন পরিচালক অনন্য মামুন। জেলজীবনে নানা ধরনের মানুষের সঙ্গে তাঁর দেখা হয়। এর মধ্যে একজন মানুষের জীবনের গল্প বেছে নেন কসাই ছবির প্লট হিসেবে। অনন্য মামুন বলেন, ‘কারাগারে একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁর সঙ্গে কথা বলতে বলতে কসাই সিনেমার এই গল্পের সন্ধান পাই। সত্যিকারের সেই ঘটনা আমি সিনেমার পর্দায় রূপদান করতে চেয়েছি। আপাতত গল্পটার কথা বলতে চাই না। সময় হলেই সব জানাব।’ মুক্তির আগে অনেক কিছু না বললেও ছবিটি সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে রাখলেন অনন্য মামুন। তিনি বলেন, ‘এ ছবিতে দর্শকেরা চারটি পরিবারের সত্য ঘটনার গল্প দেখতে পাবেন।’