কে হবেন কান্ডারি?

আফজাল হোসেন, পূর্ণিমা ও হানিফ সংকেতরা অতীতে এই অনুষ্ঠান উপস্থাপন করেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন

দুই বছর পর ফিরে আসছে মেরিল-প্রথম আলো পুরস্কার। উত্তেজনার পারদ চড়ছেই । চারদিকে হইচই, কারা পাচ্ছেন পুরস্কার, কারা অনুষ্ঠান মাতাবেন চোখধাঁধানো পারফরম্যান্স দিয়ে? তবে সবকিছুকে ছাপিয়ে মাসখানেক চর্চিত হচ্ছে যে বিষয়টি, তা হলো কে বা কারা হবেন এবারের কান্ডারি? আয়োজকদের কাছে ফোন, ই-মেইল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকেরা জানতে চাইছেন, এই একটি বিষয়ে।

মেরিল-প্রথম আলো পুরস্কারে উপস্থাপক হিসেবে ফেরদৌস ও পূর্ণিমাকে
ছবি: প্রথম আলো

শুধু সাধারণ পাঠকের মধ্যেই এই আগ্রহ বিরাজমান, তা–ও নয়। খোদ বিনোদন জগতেও গুনগুন শুরু হয়ে গেছে, এবার কি তাহলে নতুন কেউ মেরিল-প্রথম আলো পুরস্কার সঞ্চালনা করবেন? নাকি এর আগে সফল হওয়া সঞ্চালকেরা নতুন করে ফিরে আসবেন? অভিনয় জগতের কেউ উপস্থাপনা করবেন? নাকি পেশাদার সঞ্চালক হাল ধরবেন অনুষ্ঠানের? অভিনয় জগতের কেউ হলে কি চলচ্চিত্র জগতের উপস্থাপক থাকছেন নাকি ছোট পর্দার অভিনয়শিল্পীরা থাকছেন? জল্পনাকল্পনা চলেছিল আয়োজকদের গোলটেবিলেও। মেরিল-প্রথম আলো পুরস্কার প্রত্যাবর্তন হওয়া চাই আগের চেয়েও অনেক বেশি জমকালো। আর অনুষ্ঠান সফল করার জন্য ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ নির্বাচন সবচেয়ে জরুরি বিষয়।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের মঞ্চে (বাঁ দিক থেকে) তিশা, সাজু খাদেম ও মোশাররফ করিম

কয়েকটি নাম সংক্ষিপ্ত তালিকায় ছিল। সেখান থেকে নানা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন করা হয়েছে এবারের সঞ্চালক। একটি বিষয়ে সবাই একমত ছিলেন, যাঁরা মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক হবেন, তাঁদের মধ্যে থাকতে হবে চমৎকার রসায়ন। নিশ্চিতভাবে বলা যায়, এবারের উপস্থাপকেরা শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরেও সাবলীল নিজেদের সম্পর্কে। কোভিড অতিমারির পর আমরা সবাই সম্পর্কের জায়গাগুলো যেন আরও বেশি করে আঁকড়ে ধরে রাখতে চাইছি। এবারের উপস্থাপকেরাও ক্যামেরার বাইরেও নানাভাবে সম্পর্কযুক্ত।

প্রয়াত আনিসুল হক ছিলেন ২০০২ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক

ধারণা করা খুব সহজ, তাঁরা দুজনই ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে এর আগে পারফর্ম করেছেন, তারকা জরিপ ও সমালোচক—দুটি শাখাতেই পুরস্কার পেয়েছেন, বিনোদন জগতে কাছাকাছি সময়েই দুজনের পথচলা। কারা হতে পারেন, ধারণা করা যায়? অবশ্য অপেক্ষার পালা শেষ হবে খুব অল্প সময়ের মধ্যেই। আর মাত্র এক দিন পরই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে ২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কারের মহাযজ্ঞ। অনুষ্ঠানের সব কটি আসন আমন্ত্রিত অতিথিদের জন্য। বাড়ির দর্শকেরা পুরো আয়োজনটি দেখতে পাবেন আসছে ৩ জুন, মাছরাঙা টেলিভিশনে।