কোনো মাধ্যমকেই ছোট করে দেখার সুযোগ নেই

অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

ঢালিউডের প্রায় কয়েক শ ছবিতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। তবে এখন আর এই অভিনেত্রীকে পর্দায় আগের মতো দেখা যায় না। চলচ্চিত্রে পাশাপাশি তিনি সম্প্রতি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

অরুণা বিশ্বাসের হাতে রয়েছে তিনটি ধারাবাহিকের কাজ। দুই মাধ্যমে কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘শিল্পীর কাজ অভিনয় করে যাওয়া। নিয়মিত অভিনয় করে যাচ্ছি, সেটা নাটক–সিনেমা দুটোই হতে পারে। কোনো মাধ্যমকেই ছোট করে দেখার সুযোগ নেই। অভিনয়টা কেমন করছি, সেটাই বিবেচ্য বিষয়। আমি অভিনয়ের মানুষ। আমার কাজ আমি করে যাচ্ছি।’

অনিমেষ আইচের চিত্রনাট্য ও পরিচালনায় ‘এখানে কেউ থাকেনা’ নাটকে অভিনয় করছেন অরুণা বিশ্বাস। এই নাটকে তাঁকে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবীব ভাবনার মায়ের চরিত্রে। নাটকে তিনি শহীদুজ্জামান সেলিমের স্ত্রী। তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। অরুণা বিশ্বাস জানান, এটি একটি সমসাময়িক গল্প। বর্তমান সময়ের বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে। পরিবারের মা, মেয়ে ও বাবার মধ্যে টানাপোড়েন আছে। নাটকটির বিটিভিতে প্রচারিত হবে। দৃশ্যধারণ চলছিল বিটিভির সেটে। এ ছাড়া তিনি ‘প্রবাসী গ্রাম’ ও ‘মধুপুর’ নামে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমার পাশাপাশি ধারাবাহিক বা একক নাটকেও কাজ করবেন। এই অভিনেত্রী ‘এক আজলা আগুন’ নামেও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ক্যারিয়ারে সব সময় ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অরুণা বিশ্বাস। অভিনয় থেকে নাম লিখিয়েছেন নির্মাণ ও লেখালেখিতে। দায়িত্ব পালন করছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। মুজিব বর্ষ উপলক্ষে সম্প্রতি তিনি নিজের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মাণ করেছেন খণ্ড চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ’। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার যেকোনো গল্প নিয়ে কাজ করতেই ভালো লাগে। আমার নির্মিত “ঠিকানা বত্রিশ”–এর গল্পটি মুক্তিযুদ্ধের সময় পিতৃপরিচয় না থাকা সন্তানদের নিয়ে।’

এতে যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই যাঁর যাঁর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমাদের শিল্পীরা অনেক কষ্ট করেন, শ্রম দেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে যথাযথভাবে সম্মান দিতে পারি না। আমি এখন থেকে নিয়মিত নির্মাণে থাকার চেষ্টা করব এবং সত্যিকার অর্থেই যাঁরা জাত শিল্পী, তাঁদের নিয়ে অভিনয় করব।’

অরুণা বিশ্বাস
সংগৃহীত