গোয়ায় বাংলাদেশের ১০ ছবি

গোয়ায় বাংলাদেশের ১০ ছবিইউটিউব

মহামারিকালের গুমোট সময়েও আয়োজিত হচ্ছে ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (আইএফএফআই)। ১৬ জানুয়ারি গোয়ায় শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এ বছর এ উৎসবের ‘কান্ট্রি ফোকাস’ বাংলাদেশ। তাই এবার এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ১০ ছবি। বাংলাদেশ ও ভারতের ৫০ বছরের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উদযাপন করতে ও বাংলাদেশের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেয় উৎসব কর্তৃপক্ষ।

যে ১০টি সিনেমা দেখানো হবে এ উৎসবে: তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘আলফা’, আবু শাহেদ পরিচালিত ‘জালালের গল্প’, ১১ তরুণ নির্মাতার অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’, তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, তৌকীর আহমেদের আরেকটি ছবি ‘ফাগুন হাওয়ায়’, জাহিদুর রহিমের ‘মেঘমল্লার’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, তানিম রহমানের ‘ন ডরাই’ ও পিপলু খান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’।

ইতি তোমারই ঢাকা ছবির ১১ নির্মাতা— (বাঁ থেকে ওপরে) তামিন নূর, সালেহ সোবহান অনীম, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রবিউল আলম রবি, মাহমুদুল ইসলাম, রাহাত রহমান, (বাঁ থেকে নিচে) নুহাশ হুমায়ূন, গোলাম কিবরিয়া ফারুকী, তানভীর আহসান, সৈয়দ আহমেদ শাওকী ও মীর মোকাররম হোসেন
সংগৃহীত

এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, ততক্ষণে বাংলাদেশি পরিচালক ও প্রযোজক আবু শাহেদ পৌঁছে গেছেন গোয়ায়। সেখান থেকেই বললেন, ‘ছয় বছর আগে মুক্তি পেয়েছিল “জালালের গল্প”। এত দিন পরও আমার ছবিটা দেশের বাইরে দেশের প্রতিনিধিত্ব করছে, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের, আনন্দের। এর আগেও এ উৎসবে এ ছবি দেখানো হয়েছে। তা ছাড়া এ উৎসবে অংশ নেওয়া আরেকটি ছবি “ইতি তোমারই ঢাকা”র ক্রিয়েটিভ প্রযোজকও আমি। মাত্রই এখানে আসলাম। এখনি আমি একটা মিটিংয়ে ঢুকব। সব মিলিয়ে ব্যস্ততা যাচ্ছে, বেশ লাগছে।’ পরিচালক তানভীর মোকাম্মেল, জাহিদুর রহিম, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনেত্রী অপর্ণা ঘোষ প্রমুখও পৌঁছে গেছেন গোয়ায়, অংশ নিচ্ছেন এ উৎসবে।

‘অজ্ঞাতনামা’র একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু ও শাহেদ আলী

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন, ‘মহামারিকালের এ দুঃসময়েও এ উৎসব ধারাবাহিকতা, সাহস আর আশার মশাল জ্বালাল। বাংলাদেশের মানুষ সিনেমা খুবই ভালোবাসে। আশা করি, আমার দেশের এ ১০টি সিনেমা এ উৎসবকে সমৃদ্ধ করবে। “নতুন স্বাভাবিকতা” শেষ করে আমরা যখন সত্যিকারের স্বাভাবিক সময়ে যাব, সে সময় আপনারা সবাই বাংলাদেশে আসবেন। আমার পক্ষ থেকে সবাইকে আমার দেশে নিমন্ত্রণ থাকল। ভারত–বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক চিরস্থায়ী হোক।’  

তানভীর মোকাম্মেল

এ উৎসবে এবারই প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের পরিচালক রুবাইয়াত হোসেন। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি মাস্টারক্লাসের আয়োজনও থাকবে। যেখানে আরেক বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেল অনলাইনে কথা বলবেন চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি নানা বিষয়ে। এ ছাড়া কথা বলবেন শেখর কাপুর, প্রিয়দর্শন, পেরি লাং ও সুভাষ ঘাই।

এ বছর ৫১তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব পালিত হবে মূলত অনলাইনে। দর্শকেরা অনলাইনেই এসব ছবি দেখবেন। কেবল উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান হবে গোয়ায়, সীমিতসংখ্যক বিশেষ দর্শকের উপস্থিতিতে।