চলচ্চিত্রে শাফিন আহমেদ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা

শাফিন আহমেদ।
প্রথম আলো

চলচ্চিত্রে অভিনয় করবেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। ‘রহস্যে ঘেরা শহর’ নামের ছবিটি থ্রিলার ঘরানার। ছবিতে তাঁর চরিত্রের নাম রাজেশ।
শাফিন আহমেদ বলেন, ‘নাটক কিংবা সিনেমায় অভিনয়ের ইচ্ছা থাকলেও পারি না। আমি গান নিয়ে ব্যস্ত থাকি। গানেই বেশি সময় দিতে হয়। এই সিনেমার কাজ নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে কাজটি করছি।’
ছবিতে শাফিন আহমেদের চরিত্রটি রহস্যময়। মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকার রাস্তায় দেখা যায় তাঁকে। গায়ে দীর্ঘ কালো কোট, মাথায় কালো হ্যাট। সবাই তাঁকে জাদুকর মনে করেন। সুন্দর বাঁশি বাজান। গভীর রাত হলেও তাঁকে দেখতে, তাঁর বাঁশির সুর শুনতে কিশোর-কিশোরীরা ছুটে আসে।

ছবির পরিচালক তারিক মুহাম্মদ জানান, শাফিন আহমেদের চরিত্রটি অনেকটাই হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো। চরিত্রটিতে শাফিন আহমেদকে দারুণ মানাবে। ১১ মার্চ ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘টানা শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু করতে পারছি না। শাফিন ভাইয়ের প্রায়ই কনসার্ট থাকে। কনসার্টের ফাঁকে ফাঁকে তাঁকে নিয়ে শুটিং করতে হবে।’

শাফিন আহমেদ
সংগৃহীত


‘রহস্যে ঘেরা শহর’ ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ, সুমন পাটোয়ারী প্রমুখ। এর আগে রিদম অব লাইফ নামে একটি খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে শাফিন আহমেদকে।