চূড়ান্ত হলো মিথিলা–নিরবের ‘অমানুষ’ মুক্তির তারিখ

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘অমানুষ’ সিনেমা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

করোনার পর থেকে দর্শক আরও কমতে শুরু করে ঢালিউড সিনেমায়। যে কারণে দর্শক–খরায় অনেক প্রযোজক সিনেমা মুক্তি দেননি। তবে ঈদের ‘শান’, ‘গলুই’, ‘বিদ্রোহী’ মুক্তির পর চিত্রটা বদলে যেতে শুরু করেছে। একে একে মুক্তির তালিকায় ভিড় বাড়াচ্ছে ‘আগামীকাল’সহ একাধিক সিনেমা। এবার ঘোষণা এল ‘অমানুষ’ সিনেমা মুক্তির। সিনেমার কতটা দর্শক ফেরাতে পারবে, এমন প্রশ্নে চিত্রনায়ক নিরব বলেন, ‘বিগ কাস্টিং, গল্প, লোকেশনের ভিন্নতায় আমরা আশাবাদী।’

নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘অমানুষ’ সিনেমা। তথ্যটি নিশ্চিত করেন নিবর নিজেই। ‘চোখ’ সিনেমার পর গত দুই বছরে এটা তাঁর দ্বিতীয় সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিরব বলেন, ‘দীর্ঘদিন পরে আমাদের দর্শক নতুন একটি ভিন্ন স্বাদের গল্প দেখবে। আমাদের বিগ কাস্টিং, ঢাকার বাইরে গল্পের ভিন্নতা রয়েছে। ঢাকার চার দেয়ালের বাইরে শুটিং। এমন অবস্থা ছিল শুটিংয়ের পুরো সময় জঙ্গল ছাড়া আর কিছুই দেখিনি। রাতে রুমে গিয়ে ঘুমিয়েছি। পরের দিন ভোরে আবার জঙ্গলে এসেছি। এটুকুই বলব, দর্শক সিনেমাটি দেখে আরাম পাবে। সিনেমাটি নিয়ে আমরা আশাবাদী।’

শুটিংয়ের সময়ে নিরব পরিচালক অনন্য মামুনসহ অন্যান্যরা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

করোনার কারণে এখন দর্শক কম থাকায় অনেক সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে না। সেই জায়গায় অভিনেতা হিসেবে কোনো ঝুঁকি তৈরি হবে কি না, এমন প্রশ্নে নিরব বলেন, ‘ঈদ আমাদের আশা দেখিয়েছে। ঈদের প্রচুর দর্শক হলমুখী হয়েছে। তারা এখন নিয়মিত সিনেমা দেখতে চায়। কোভিড পরিস্থিতি এখন কমছে। একটু একটু করে অনেক দর্শক হলে যাচ্ছে। আমি কোনো ঝুঁকি দেখছি না। আশা করব সিনেমাটি দর্শক দেখবে। আমরা প্রচারণায় সেভাবেই সময় দিতে চাই।’

সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। গত বছরের নভেম্বরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডন প্রমুখ।