ছবি আছে, হল নেই

‘হ্যাকার’ নামে একটি ছবি ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা যাচ্ছে। সেখানে দেখা যাবে শাকিব খানকে
প্রথম আলো

গত বছর ঈদুল ফিতর কেন্দ্র করে অনেকগুলো ছবি নির্মিত হয়েছিল। করোনা সংক্রমণের কারণে মুক্তি পায়নি ছবিগুলো। সেসব ছবিই এবার ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে ছবি প্রদর্শনীর জন্য যথেষ্ট পরিমাণ হল পাওয়া নিয়ে আশঙ্কায় আছেন প্রযোজকেরা।

আগামী ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’ প্রথম পর্ব, ‘শান’ ও ‘বিক্ষোভ’ মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি শাকিব খান অভিনয় করবেন, এমন একটি ছবি মুক্তির কথাও শোনা যাচ্ছে। ছবির নাম রাখা হয়েছে ‘হ্যাকার’। এ পর্যন্ত ঈদুল ফিতরে চারটি ছবি মুক্তির কথা চলছে।

এদিকে প্রযোজকেরা আশঙ্কায় আছেন, বড় ক্যানভাসের চারটি ছবি ঈদে মুক্তি পেলে ছবি প্রদর্শনীর জন্য হল পাওয়া যাবে না খুব একটা। কারণ, হল কমছে নিয়মিত। হল কমতে কমতে দাঁড়িয়েছে ষাট থেকে সত্তরে। এ ছাড়া করোনাকালীন সিনেমা হলে নতুন ছবি খুব একটা মুক্তি না পাওয়ায় বেশির ভাগ সিনেমা হলই বন্ধ ছিল। ঈদ কেন্দ্র করে বড়জোর বিশ থেকে ত্রিশটি হল খুলতে পারে। চারটি ছবি মুক্তি পেলে সর্বোচ্চ ২৫টি হল পাচ্ছে একটি ছবি। তাতে বড় বাজেটের ছবিগুলো লগ্নি ওঠাতে পারবে কি না, প্রযোজকেরা সে আশঙ্কায় আছেন।

প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, এভাবে কোনো ছবি থেকে বিনিয়োগ উঠবে না। কিন্তু কিছু করার নেই। লোকসান মেনে নিতে হবে। এতগুলো ছবি ১০০ হলে ভাগাভাগি করে মুক্তি দিলে লোকসানের আশঙ্কাই বেশি। কারণ এর বেশি হল খোলার সম্ভাবনা কম।

‘মিশন এক্সট্রিম’ ছবির পোস্টার
সংগৃহীত

যদিও ছবিগুলোর প্রযোজকেরা ভাবছেন, ঈদ ছাড়া অন্য সময় ছবি মুক্তি দিলে লোকসানের পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা আছে। তাই ছবি মুক্তির জন্য ঈদ উৎসবই তাঁদের ভরসা।
‘শান’ ছবির প্রযোজক আজাদ খান বলেন, ‘ঈদুল ফিতরে শান মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হলের সংখ্যা কমে যাওয়ার কারণে ছবির খরচ না–ও উঠতে পারে। তারপরও হলের বাইরে অনেকগুলো সিনেপ্লেক্স আছে। ছবিটি সিনেপ্লেক্সে দু-এক মাস চললেও ভরসা পাই।’

‘মিশন এক্সট্রিম’ প্রথম পর্বের মুক্তি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক এবং পরিচালকদের একজন সানি সানোয়ার। তিনি বলেন, ‘এই ঈদে মোট চারটি বড় ভলিউমের ছবি মুক্তির কথা শুনছি। এতে ছবির মার্কেট শেয়ার ভাগাভাগি হয়ে যাবে। দেশে সিনেমা হলের সংখ্যা এখন সর্বনিম্ন। হল সংখ্যার শেয়ারে মিশন এক্সট্রিম যতগুলো হল পাবে, তাতে ছবিটি থেকে বিনিয়োগ উঠে আসা চ্যালেঞ্জিং। তবে আমার ছবিটি যদি গুণে ও মানে এগিয়ে থাকে, তাহলে লোকসান এড়াতে পারব বলে আশা করছি।’

‘শান’ ছবির পোস্টার
সংগৃহীত

‘বিক্ষোভ’ ছবিটিও ঈদে মুক্তির জন্য প্রস্তুত। ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, ‘ঈদের জন্য ছবিটি প্রস্তুত করেছি। ঈদে বড় ক্যানভাসের চারটি ছবি মুক্তির কথা শুনেছি। প্রেক্ষাগৃহ কম থাকার কারণে চারটি ছবিই লোকসানের আশঙ্কায় আছে। তারপরও বছরের অন্য সময়ের থেকে ঈদ উৎসবে মুক্তি দিলে লোকসান একটু কম হতে পারে।’ তবে তিনি মনে করেন ঈদ উৎসবে আশানুরূপ আয় না হলেও, এরপর বছরজুড়ে সারা দেশে প্রদর্শনীর মধ্য দিয়ে আয় করা যাবে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব ও টেলিভিশন থেকেও আয়ের সুযোগ আছে।