ছবিতে শাবনাজ-নাঈমের বিয়ে ও গায়েহলুদ

চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কথায় কথায় জানালেন ‘বিষের বাঁশি’ ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না। ছবিতে অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ৫ অক্টোবর, ১৯৯৪ সালে তাঁরা ভালোবেসে বিয়ে করেন। আজ দুজনের বিয়ের ২৭ বছর পার হয়েছে। ছবিতে দেখে নিন শাবনাজ-নাঈমের বিয়ে ও গায়েহলুদের বিভিন্ন মুহূর্ত

১ / ১২
দুজনের প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী’। এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কথায় কথায় শাবনাজ জানালেন, ‘বিষের বাঁশি’ ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না
ছবি : শাবনাজের সৌজন্যে
২ / ১২
শাবনাজের লালমাটিয়ার বাড়িতে ১৯৯৪ সালের ২ অক্টোবর অনুষ্ঠিত হয় তাঁর গায়েহলুদ অনুষ্ঠান
ছবি : শাবনাজের সৌজন্যে
৩ / ১২
৩ অক্টোবর ১৯৯৪ সালে নাঈমদের উত্তরার রবীন্দ্র সরণির বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি : শাবনাজের সৌজন্যে
৪ / ১২
৩ অক্টোবর ১৯৯৪ সালে নাঈমদের উত্তরার রবীন্দ্র সরণির বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি : শাবনাজের সৌজন্যে
৫ / ১২
শাবনাজকে আংটি পরিয়ে দিচ্ছেন নাঈম
ছবি : শাবনাজের সৌজন্যে
৬ / ১২
মাত্র ১০ দিনের মাথায় দুই পরিবার মিলে শাবনাজ ও নাঈমের বিয়ের সিদ্ধান্ত নেয়। সেপ্টেম্বরের ২৫ তারিখ নাঈমের মা আছিয়া পান্নী মুরাদ তাঁদের উত্তরার বাসা থেকে শাবনাজদের লালমাটিয়ার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসেন
ছবি : শাবনাজের সৌজন্যে
৭ / ১২
১৯৯৪ সালের জানুয়ারিতে মারা যান নাঈমের বাবা। এর পর থেকেই মন খারাপ থাকত তাঁর। ছবিতে অভিনয়ে মনোযোগ কমে যায়। এদিকে তাঁর খুব কাছের একজন কাজিন দেশের বাইরে চলে যাচ্ছিলেন, তাই পরিবার থেকেও চাইছিল, নাঈম বিয়ে করে সংসারী হোন। তাই তাড়াহুড়া করে তখন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয় দুই পরিবার
ছবি : শাবনাজের সৌজন্যে
৮ / ১২
শাবনাজদের লালমাটিয়ার বাড়িতে ১৯৯৪ সালের ৫ অক্টোবর সকালে কাবিন ও সন্ধ্যায় একই বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়
ছবি : শাবনাজের সৌজন্যে
৯ / ১২
শাবনাজদের লালমাটিয়া বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়ি যাওয়ার আগমুহূর্তে কান্নায় ভেঙে পড়েন শাবনাজ। বিদায়ের মুহূর্তে শাশুড়ি আছিয়া পান্নী মুরাদ ও স্বামী নাঈমের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন শাবনাজের বাবা এস এম হুমায়ূন
ছবি : শাবনাজের সৌজন্যে
১০ / ১২
শাবনাজের কপালে চুমু খাচ্ছেন তাঁর শাশুড়ি আছিয়া পান্নী মুরাদ
ছবি : শাবনাজের সৌজন্যে
১১ / ১২
বিয়ের আনুষ্ঠানিকতার একটা পর্যায়ে মালাবদল করছেন শাবনাজ ও নাঈম
ছবি : শাবনাজের সৌজন্যে
১২ / ১২
পর্দার নয়, শাবনাজ–নাঈমের বাস্তবের ফুলশয্যা
ছবি : শাবনাজের সৌজন্যে