ছবির জন্য চীন ও জার্মানি থেকে রাইফেল আনালেন খিজির

পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করা সাত বীর মুক্তিযোদ্ধার সংগ্রাম, আত্মত্যাগ নিয়ে ছবি করছেন খিজির হায়াত খান। সিনেমার নাম ‘ওরা ৭ জন’। তবে এই সাত চরিত্রে কে কে অভিনয় করছেন, সেটা এখনই বলতে চান না এই নির্মাতা।

খিজির হায়াত
ছবি : সংগৃহীত

খিজির হায়াত বলেন, ‘সাতটি চরিত্রে অনেক সারপ্রাইজ রয়েছে। দুজন ব্যতীত সব চরিত্রই আমরা মৌখিকভাবে চূড়ান্ত করে রেখেছি। আগামী সপ্তাহে চুক্তি করব। তখনই বাকি চরিত্রগুলো নিয়ে বিস্তারিত জানাতে পারব। এখন দুজনের নাম জানালে অন্যরা মনঃক্ষুণ্ন হতে পারেন, এটা ঠিকও হবে না। তবে সাতজনের একজনের চরিত্র আমি নিজেই করছি।’

বীর মুক্তিযোদ্ধা পরিবারে বেড়ে ওঠার কারণেই শৈশব থেকে রণাঙ্গনের যুদ্ধের ভয়াবহ ঘটনাগুলো খুব কাছ থেকে শোনা খিজির হায়াতের। শিহরণ জাগানো সেসব ঘটনা নিজের মধ্যে লালন করতেন খিজির হায়াত খান। একসময় এই নির্মাতার কাছে মনে হয় গল্পটি বলা দরকার। তিনি বলেন, ‘আমার দুই মামা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে শহীদ হন। স্বাধীন দেশের ৫০ বছর ও সব বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানাতেই আমার এই সিনেমা।’

খিজির হায়াত
ছবি : সংগৃহীত

সিনেমাটির জন্য ছয় মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন। শুটিংয়ের জন্য চীন ও জার্মানি থেকে অনুমতি নিয়ে বানিয়ে আনা হয়েছে ডামি রাইফেল। চলছে অন্যান্য প্রস্তুতি।

খিজির হায়াত
ছবি : সংগৃহীত

নির্মাতা বলেন, ‘রণাঙ্গনের গল্প আমরা হলিউডের সিনেমায় বেশি দেখি। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে এমন অনেক ঘটনা আছে, যেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। কারণ, এর পেছনে অনেক ত্যাগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে “ওরা ১১ জন” সিনেমায় রণাঙ্গনের যুদ্ধ উঠে এসেছিল। আমাদের গল্পে পুরো যুদ্ধ দেখানো হবে। যুদ্ধের ময়দানেই সিনেমার শুরু ও শেষ।’

খিজির হায়াত
ছবি : সংগৃহীত

গল্পে দেখানো হবে, দুই দিনের জন্য একদল বীর মুক্তিযোদ্ধা প্রতিরোধযুদ্ধে যান। সাতজনের সেই দল দুই দিনের জন্য গেলেও তাদের সাত দিন যুদ্ধের ময়দানে কেটে যায়। সিনেমার শুটিং লোকেশন সিলেট। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর ঘেঁষে বর্ডার এলাকায় শুটিং হবে। আগামী ২৭ তারিখ থেকে টানা ৪০ দিন শুটিং হওয়ার কথা রয়েছে।

খিজির হায়াত খানের প্রথম ছবি ‘অস্তিত্বে আমার দেশ’। ২০১০ সালে নির্মাণ করেন ‘জাগো’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মি. বাংলাদেশ’ সিনেমাটি লেখার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেন খিজির হায়াত।