ছেলে বড় হয়ে ক্রিকেটার হোক, শাবনূরের স্বপ্ন

ছেলে বড় হয়ে ক্রিকেটার হোক, এ স্বপ্ন শাবনূরেরকোলাজ : প্রথম আলো

আইজানের মা দেশের সিনেমার দাপুটে অভিনয়শিল্পী শাবনূর। দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও সিনেমাপ্রেমীদের তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূরের ইচ্ছা, তাঁর ছেলে ক্রিকেটার হোক। ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখে মা শাবনূরের স্বপ্ন আরও বেশি ডালপালা মেলেছে। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে একমাত্র ছেলেকে নিয়ে এই স্বপ্নের কথা জানালেন শাবনূর।

শাবনূর
প্রথম আলো

তিন দশকের অভিনয়জীবন শাবনূরের। ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু হওয়া শাবনূর টানা কাজ করেছেন ২০১০ পর্যন্ত। এরপর তাঁকে অভিনয়ে নিয়মিত পাওয়া যায়নি। ঢাকা টু সিডনি যাওয়া–আসার মধ্যে থাকায় অভিনয়ে একেবারেই অনিয়মিত হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তাঁর সন্তানকে নিয়ে সেখানেই থাকেন।

শাবনূর
প্রথম আলো

শাবনূরের ভাষায়, সেখানে তাঁর পরিবারের অনেকেই থাকেন। তৈরি হয়েছে অনেক বন্ধুও।
খুব অল্প বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শাবনূর। এটাই তাঁর আরেকটা সংসার হয়ে ওঠে। এই চলচ্চিত্রই তাঁকে নাম, যশ, খ্যাতি, অর্থ—সবই দিয়েছে। যাঁর জীবনের বেশির ভাগ সময় কেটেছে চলচ্চিত্রে, সেই জনপ্রিয় অভিনয়শিল্পী শাবনূর তাঁর ছেলেকে নিয়ে বললেন, ‘আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যেকোনো দেশের খেলা টেলিভিশন চললে, ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই, ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক। এটাই আমার স্বপ্ন।’

শাবনূর
সংগৃহীত

এদিকে অস্ট্রেলিয়ায় থাকা শাবনূর নিজেও নতুন কিছু পরিকল্পনা করছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এখন তিনি সক্রিয় হয়েছেন। শিগগিরই নিজের ইউটিউব প্ল্যাটফর্ম চালু করবেন। সেখানে নানা ধরনের কনটেন্ট থাকবে বলেও জানালেন তিনি। শাবনূর বললেন, ‘অনেক বলিউড তারকার নিজের ইউটিউব চ্যানেল আছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা খুব অ্যাকটিভ। ভাবলাম, আমিও করতে পারি, ব্যস্ত থাকা হবে। ভক্তদের কাছাকাছি থাকা যাবে। আমার বোন সহযোগিতা করবে বলেছে।’