স্মৃতিসৌধ থেকে যা বললেন শাকিব খান

সাভার জাতীয় স্মৃতিসৌধে শাকিব খান
ছবি : প্রথম আলো

২২ বছরের অভিনয়জীবনে সিনেমার শুটিংয়ে অসংখ্যবার সাভার স্মৃতিসৌধে যেতে হয়েছে শাকিব খানকে। দেশের সিনেমার জনপ্রিয় এই নায়ক এবার আর সিনেমার শুটিংয়ে নয়, স্বাধীনতার ৪৯ বছর পূর্তি উপলক্ষে নিজের মনে জমে থাকা কিছু কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে সেখানে যান।

জানা গেছে, বিজয় দিবসের এই ভিডিও বার্তার শুটিংয়ে অংশ নিতে গত শুক্রবার সকাল আটটায় সাভার স্মৃতিসৌধ যান শাকিব খান ও তাঁর ডিজিটাল টিম। সেখানে চমৎকার পরিবেশে শুটিং করতে পারার জন্য স্মৃতিসৌধ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন শাকিব খান।

সাভার জাতীয় স্মৃতিসৌধে শাকিব খান
ছবি : প্রথম আলো

ভিডিও বার্তায় দেখা যায়, শীতের সকালে খালি পায়ে স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন শাকিব খান। একপর্যায়ে দাঁড়িয়ে তিনি বলছেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে, নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া।’

এমন শপথবাক্য শাকিব খানের কণ্ঠে উচ্চারণের আগে দেখা যায়, লাল গোলাপ দিয়ে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শুভেচ্ছা জানান। শাকিব খানের সেই ভিডিও আজ বুধবার দুপুরের পর নিজের সদ্য চালু করা ইউটিউবে আপলোড করেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধে শাকিব খান
ছবি : প্রথম আলো

শাকিব খানের কাছ থেকে বিজয় দিবসের এই দিনে এমন একটি ভিডিও পেয়ে ভীষণ অনুপ্রাণিত হয়েছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ইউটিউবে মন্তব্যের ঘরে শাকিব খানের এমন উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা।
শাকিব খানের সহকর্মীদের কেউ কেউ বলেছেন, অসাধারণ একটি উদ্যোগ। বারবার দেখার মতোই একটি ভিডিও বার্তা। শাকিব খানের কণ্ঠে উচ্চারিত সংলাপ অসম্ভব হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ী। একদম মন ছুঁয়ে যাওয়ার মতোই।’
২ মিনিটের ভিডিওতে শাকিব খান আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে। বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী।’

ভিডিও বার্তার বিষয়ে প্রথম আলোর কথা হয় শাকিব খানের সঙ্গে। তিনি বললেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে শুধুমাত্র দায়িত্ববোধের জায়গা থেকে এমন একটি ভিডিও চিত্র বানানোর পরিকল্পনা করা হয়। সবার মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও বার্তাটা আপলোড হওয়ার পর থেকেই সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছেন। মনে হচ্ছে, যে চিন্তা থেকে ভিডিওটি বানানো হয়েছে, তা সার্থক।’

সাভার জাতীয় স্মৃতিসৌধে শাকিব খান
ছবি : প্রথম আলো

দুই মিনিট দৈর্ঘ্যের বিজয় দিবসের এই ভিডিও বার্তা বানিয়েছে শাকিব খানের ডিজিটাল টিম। চার দিন আগে ইউটিউবে যাত্রা শুরু করেন শাকিব খান। প্রথম দিন তিনি ‘নবাব এলএলবি’ ছবির বিহাইন্ড দ্য সিন নিয়ে একটি ভিডিও বার্তা তৈরি করেন। ‘নবাব এলএলবি’ ছবিটি আজ রাতে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শবনম, শাহেদ আলী, সুমন আনোয়ার, এল আর সীমান্ত, রাশেদ মামুন অপু, হৃদি শেখ প্রমুখ।