জেলায় জেলায় তথ্য ভবনের সঙ্গে থাকবে প্রেক্ষাগৃহ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের মতবিনিময়। ছবি: সংগৃহীত

প্রতি জেলাতেই তথ্য ভবনের সঙ্গে একটি করে প্রেক্ষাগৃহ থাকবে। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত পাসও হয়ে গেছে।

চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বন্ধ সিনেমা হল চালু, পুরোনোগুলো আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল স্থাপনে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে ঢাকা ও চট্টগ্রামে শতকরা পাঁচ টাকা এবং অন্যত্র সাড়ে চার টাকা সুদে দীর্ঘমেয়াদি ঋণ চালু করা হয়েছে। তিনি বলেন, অনুদানের বরাদ্দ বছরে ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, ১০টি থেকে বাড়িয়ে গত বছর ১৬টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে, অনুদানের ছবি এখন কমপক্ষে ২০টি হলে মুক্তির নিয়ম করা হয়েছে। তিনি আরও জানান, এফডিসির নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমও শেষ পর্যায়ে। চট্টগ্রামেও এফডিসির একটি শাখা করার জন্য বিটিভি থেকে এক একর জায়গা এফডিসিকে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন প্রমুখ।

প্রকাশিত খবরের ব্যাখ্যা
গতকাল ‘বিদেশে শুটিং, বিদেশিদের নিয়ে শুটিং, দুটোতেই লাগবে অনুমতি’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত খবরটির ব্যাখ্যা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মীর আকরাম উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, ‘স্থানীয় ছায়াছবিতে বিদেশি অভিনয়শিল্পী, সংগীতজ্ঞ, সংগীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণসংক্রান্ত নীতিমালা’ ১৯৯৯ সাল থেকেই চালু আছে। দেশীয় শিল্পের বিকাশ এবং এ দেশের শিল্পীদের সুরক্ষায় এ বছর সংশোধিত নীতিমালায় দেশে বা বিদেশে বিদেশি শিল্পীর অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞাপনচিত্র তৈরির ক্ষেত্রে নির্মাণ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রতি বিদেশি শিল্পীর জন্য ২ লাখ টাকা (ভ্যাট ও আয়কর ব্যতীত) এবং নির্মিত বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেল কর্তৃক প্রতি বিজ্ঞাপনে ২০ হাজার টাকা ফি হিসেবে সরকারকে প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ১৯৯৯ সালের নীতিমালার অন্য সব বিধিবিধান অপরিবর্তিত রয়েছে।