টিকা নিয়েছেন ববিতা ও চম্পা, সুচন্দাকে অপেক্ষা করতে হবে

তিন বোন ববিতা, সুচন্দা ও চম্পাছবি : প্রথম আলো

এক দিনের ব্যবধানে করোনার টিকা নিলেন দেশের চলচ্চিত্রের দুই বরেণ্য অভিনয়শিল্পী ববিতা ও চম্পা। বড় বোন সুচন্দা এখনো করোনার টিকা নিতে পারেননি। প্রথম আলোকে দুই বোনের টিকা নেওয়ার খবরটি জানিয়েছেন ববিতা ও চম্পা। সম্প্রতি ঢাকার মহাখালীর একটি হাসপাতালে গিয়ে তাঁরা করোনাভাইরাসের টিকা নেন।

অভিনয়শিল্পী ববিতা ও চম্পা
ছবি : প্রথম আলো

জানুয়ারির প্রথম সপ্তাহে ওপেন হার্ট সার্জারি হয় বরেণ্য অভিনয়শিল্পী কোহিনুর আক্তার সুচন্দার। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা নিতেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি তিনি। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, এখনো করোনার টিকা তিনি নেওয়ার মতো অবস্থায় নেই। সুচন্দা বললেন, ‘চিকিৎসক আমাকে জানিয়েছেন, করোনার টিকা নিতে হলে আমাকে আরও এক মাস অপেক্ষা করতে হবে। শারীরিক কন্ডিশনের কারণে এমন পরামর্শ দিয়েছেন তিনি। আমিও চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’
তবে দেশের মানুষের জন্য এত দ্রুত সময়ে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুচন্দা। তিনি বললেন, ‘দেশের বাইরে আমাদের অনেক পরিচিত মানুষ আছেন। তাঁদের মধ্যে অনেকে এখনো করোনার টিকা পাননি। সে তুলনায় আমাদের দেশের চেনা–পরিচিত অনেকেই টিকা নেওয়ার খবর শুনতে পাচ্ছি। এটা সত্যি অনেক বেশি স্বস্তির খবর।’

তিন বোন, তিন অভিনেত্রী—চম্পা, ববিতা, সুচন্দা
ছবি : সংগৃহীত

করোনার টিকা নেওয়ার পর চম্পার শরীরে হালকা গা গরম ভাব হয় বলে জানালেন। পরদিন অবশ্য তা ঠিক হয়ে গেছে। চম্পা তাঁর স্বামীসহ করোনার টিকা নিয়েছেন। তিনি বললেন, ‘সুন্দর পরিবেশে নিজেদের সুরক্ষার জন্য করোনার টিকা নিয়েছি। হাসপাতালে যাঁরা টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন, তাঁরা বেশ আন্তরিক ও হাসিমুখে ছিলেন। আমরা নাহয় টিকা দিলাম, কিন্তু পরিবারের অন্যদের নিয়ে চিন্তায় আছি। আমাদের বাড়িতে যাঁরা নানান কাজে সহযোগিতা করেন, তাঁদেরও দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো লাগত। কারণ, শুধু আমরা ভালো থাকলে তো হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। দেখা যাক, কবে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারি।’
চম্পা জানালেন, ১০ সপ্তাহ পর করোনার টিকার দ্বিতীয় ডোজ নেবেন। এরপর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবেন।

সুচন্দা
ছবি : সংগৃহীত

চম্পা যে হাসপাতালে করোনার টিকা নিয়েছেন, একই হাসপাতালে আগের দিন সকালে টিকা নেন বড় বোন ববিতা। তিনি বলেন, ‘কোভিড–১৯ টিকার প্রথম ডোজ নিয়েছি। পরিবেশ ও টিকা দেওয়ার কাজে নিয়োজিত সবাইকে ভালো লেগেছে। আমি নিজেও সুস্থ আছি। নিজেদের সুস্থতার পাশাপাশি আশপাশের অন্যদের সুরক্ষার জন্য টিকা নেওয়া আমাদের সবার নাগরিক দায়িত্ব।’