দারুণ এক অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন অমিতাভ

নতুন চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ নিয়ে সাত দিনের ঝটিকা সফরে যুক্তরাষ্ট্র ঘুরে এলেন অমিতাভ রেজা। গতকাল শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি।

অমিতাভ রেজা চৌধুরী
প্রথম আলো

উত্তর আমেরিকার এ বছরের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘রিকশা গার্ল’। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই উৎসবে ছবির অন্য কলাকুশলীদেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত শুধু অমিতাভ রেজা একাই যেতে পেরেছিলেন। দেশে ফিরে প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল সন্ধ্যায় অমিতাভ রেজা জানালেন, ৯ অক্টোবর উৎসবে প্রথম দেখানো হয় ছবিটি। প্রথম প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০ দর্শক ও চলচ্চিত্র সমালোচক উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের প্রদর্শনীতে ২০০ এবং অনলাইনে একটি প্রদর্শনীতে দর্শক ছিলেন ৫০০। কাল ১৭ অক্টোবর উৎসব শেষ হবে।

অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্য

অমিতাভ রেজা বলেন, ‘আগেই বলেছিলাম, মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ‘রিকশা গার্ল’-এর উত্তর আমেরিকা সফর, যা এই চলচ্চিত্রের দ্বিতীয় আন্তর্জাতিক সফর। এই সফর আমাকে ভালোবাসা দিয়েছে, দিয়েছে সম্মান। সোজা বাংলায় যদি বলি, দারুণ এক অভিজ্ঞতা আমার জীবনে যোগ হয়েছে। কেউ কেউ ছবিটি দেখে বের হওয়ার সময় তাঁদের অনুভূতি জানিয়েছেন। এটা আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বাংলাদেশি পরিচালক অমিতাভ রেজার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনস

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’ উত্তর আমেরিকায় সমাদৃত। ফলে এ অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় ছিলেন বহুদিন। চলচ্চিত্রটি নির্মাণের সময় প্রযোজক এরিক জে অ্যাডামস তাঁর দর্শকের কথা বিশেষভাবে মাথায় রেখেছিলেন। সেই দর্শকের কথা চিন্তা করেই বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও চলচ্চিত্রটির বেশির ভাগ সংলাপই ইংরেজিতে।

মা মোমেনা চৌধুরীর সঙ্গে নভেরা রহমান। ‘রিকশা গার্ল’ সিনেমার সেট থেকে তোলা
ছবি : সংগৃহীত

মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’কে বড় পর্দার জন্য তৈরি করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ছবিটির কেন্দ্রে আছে নাইমা নামের এক কিশোরী। তার বাবা রিকশা চালাত। অসুস্থ হয়ে এখন ঘরেই থাকে। নাইমা মূলত রংতুলি দিয়ে নকশা করে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান। নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নভেরার মা মোমেনা চৌধুরী। আরও আছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।