নতুন স্বাভাবিকে তারকাদের হাতে নতুন ছবি কম

ঢালিউড তারকাদের অনেকের হাতেই নেই নতুন সিনেমা।কোলাজ: আমিনুল ইসলাম

করোনাকালের সাধারণ ছুটির পর এল ‘নতুন স্বাভাবিক’। ঘরবন্দী শিল্পীরা আবার নতুন করে শুরু করেছেন অভিনয় ও গান। তাঁদের অনেকেই নতুন সব নাটকে অভিনয়, নতুন সব গানে কণ্ঠ দিচ্ছেন। ব্যতিক্রম কেবল ঢালিউড তারকাদের বেলায়। তাঁদের অনেকের হাতেই নেই নতুন সিনেমা।
ঢালিউডের শাকিব খান থেকে শুরু করে আরিফিন শুভ, সিয়াম, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, পরীমনি, পূজা চেরি, রোশানদের অনেকের হাতেই নতুন ছবি নেই। করোনা মহামারি শুরু হওয়ার আগে এই তারকাদের অনেকের হাতেই ছিল বেশ কিছু সিনেমার কাজ। করোনায় সেসব ছবি আটকে যায়। ইদানীং সেসব ছবির শুটিং শুরু হয়েছে।

অনিয়ম ঠেকাতে নিয়ম করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা
গ্রাফিক্স: আমিনুল ইসলাম


নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে নবাব এলএলবি ছবির শুটিং। এই ছবিতে শাকিব যুক্ত হয়েছিলেন মহামারি শুরু হওয়ার ঠিক আগে, মার্চ মাসে। সাধারণ ছুটি শেষ করে সবাই কাজে নামার পর আর নতুন কোনো ছবিতে যুক্ত হননি শাকিব।

করোনার অনেক আগেই লন্ডন লাভ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবির কাজ অনেকটাই অনিশ্চিত।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই নতুন কোনো ছবির কাজ শুরু করবেন না তিনি
ছবি: সংগীত

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই নতুন কোনো ছবির কাজ শুরু করবেন না তিনি। আপাতত নিজের প্রযোজনা সংস্থা থেকে আগামী বছরের ঈদের ছবির প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
করোনার আগেই মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম টু ছবি দুটির শুটিং শেষ হয়েছে। শুটিং–পরবর্তী কিছু কাজ বাকি ছিল। এর মধ্যে আর নতুন কোনো ছবিতে যুক্ত হননি আরিফিন শুভ। কেন হননি, জানতে চাইলে শুভ বলেন, ভালো ছবি তো হাতে আসতে হবে। অনেক গল্পই এসেছে। পছন্দেরও একটা ব্যাপার আছে। কয়েকটি ছবির ব্যাপারে কথাবার্তাও চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে সেসব নিয়ে কিছু বলা যাচ্ছে না।

ইত্তেফাক নামের একটি ছবি আছে বিদ্যা সিনহা মিমের হাতে
ছবি:সংগৃহীত


সিয়ামের হাতে আছে ছয়টি ছবি। সেগুলোর অবশিষ্ট কাজ এখনো শুরুই হয়নি। নতুন কোনো ছবির কাজে হাতও দেননি তিনি। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘হাতে আটকে থাকা ছবিগুলো শেষ করতে চাই আগে।

কিন্তু প্রযোজকদের কোনো খবর নেই। সিডিউলও নিচ্ছেন না তাঁরা। এ অবস্থায় নতুন কোনো ছবির সঙ্গে যুক্ত হতেও পারছি না। অবশ্য এর মধ্যে মনের মতো কোনো চিত্রনাট্যও আসেনি।’

মাহিয়া মাহি।
ছবি:প্রথম আলো

ইত্তেফাক নামের একটি ছবি আছে বিদ্যা সিনহা মিমের হাতে। করোনার কারণে শুটিং আটকে আছে ছবিটির। তবে করোনার মধ্যে ‘নতুন স্বাভাবিক’ সময়ে কোনো ছবি পাননি এই অভিনেত্রী। মিম বলেন, কয়েকটি ছবির ব্যাপারে কথাবার্তা চলছে। একটি নিয়ে কথা প্রায় চূড়ান্ত, কিন্তু এখনো চুক্তি হয়নি।

আরিফিন শুভ।
ছবি: ফেসবুক
ঢালিউডের শাকিব খান থেকে শুরু করে আরিফিন শুভ, সিয়াম, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, পরীমনি, পূজা চেরি, রোশানদের অনেকের হাতেই নতুন ছবি নেই। করোনা মহামারি শুরু হওয়ার আগে এই তারকাদের অনেকের হাতেই ছিল বেশ কিছু সিনেমার কাজ। করোনায় সেসব ছবি আটকে যায়। ইদানীং সেসব ছবির শুটিং শুরু হয়েছে।

করোনার আগে মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়েছিলেন নবাব এলএলবি ছবিতে। কাজ শেষ হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শুটিং আটকে আছে স্বপ্নবাজী নামের আরেকটি ছবির। ‘নতুন স্বাভাবিক’-এ আশীর্বাদ নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘সিনেমার অবস্থা তো ভালো না।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে শিশুশিল্পীদের সঙ্গে সিয়াম ও পরীমনি
ছবি: সংগৃহীত

এই পরিস্থিতির মধ্যে প্রযোজকেরা হয়তো সিনেমায় বিনিয়োগে ভয় পাচ্ছেন। আশীর্বাদ নামে অনুদানের একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছি। সেখানে আমার অংশের শুটিং প্রায় ৭০ ভাগ শেষ।’
‘লকডাউনে’ আটকে যাওয়া অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিং নতুন স্বাভাবিক সময়েই শেষ করলেন পরীমনি। কিন্তু এই সময়ে নতুন ছবি হাতে আসেনি তাঁর। মুখোশ নামে একটি অনুদানের ছবিতে অভিনয়ের কথা আছে তাঁর। সেই কথা প্রায় চূড়ান্ত বটে, তবে এখনো চুক্তিবদ্ধ হননি তিনি।