নাচ ছাড়া এই প্রথম

পূজা চেরি
ছবি: সংগৃহীত

স্কুলে কোনো অনুষ্ঠান হলেই অনেক সময় তাঁর ডাক পড়ত। ‘আপনার নাচ দারুণ,’ দর্শকের কাছ থেকে কতবার যে এই কথা শুনেছেন পূজা চেরি। পরিচিতজনদের অনুষ্ঠানে তো নাচ না করে রেহাই নেই। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর নিয়ম করে নাচ শিখেছেন। ক্যারিয়ারে প্রতিটি সিনেমাতেই তাঁকে নাচতে দেখা গেছে। এই প্রথম নিয়মের ব্যত্যয় হচ্ছে। পূজা বলেন, ‘এবারই প্রথম কোনো সিনেমায় আমাকে নাচতে হচ্ছে না। নাচে আমার সমস্যা নেই। কিন্তু এবারের গল্পটি উপন্যাস থেকে নেওয়া। আনিসুল হকের লেখা “হৃদিতা”, যেখানে বেশ কিছু গান থাকলেও কোনো নাচ থাকছে না। ফলে ওড়াতে হচ্ছে না শাড়ির আঁচল।’

পূজা চেরি
ছবি: সংগৃহীত

তবে নাচের সিনেমাগুলো খুব মিস করছেন এই অভিনেত্রী, ‘আমি নিজে এই ধরনের নাচের ভক্ত।’ আগে অনেক সিনেমায় পঞ্চাশের বেশি সহকর্মীর সঙ্গে নেচেছেন তিনি। এখন করোনার কারণে সেটা আর হচ্ছে না। এই অভিনেত্রী বলেন, ‘যে সিনেমাগুলো করছি, সেখানে দলগত নাচের দৃশ্য খুব একটা নেই। অনেক বিধিনিষেধ মেনে শুটিং করতে হয় এখন। বাজেট ও অন্যান্য কারণে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। দিন শেষে আমি চাই পরিস্থিতিকে মোকাবিলা করে আমাদের সিনেমা এগিয়ে যাক। দর্শক আবার প্রেক্ষাগৃহে ভিড় করুক। সব মিলিয়ে করোনার আগের সময়গুলোকেই মিস করি। তবে আশায় আছি চলচ্চিত্রে সুদিন ফিরবে।’

পূজা চেরি
ছবি: সংগৃহীত

পর্দায় তো কতবার প্রেম করলেন, বাস্তবে প্রেম নিয়ে কোনো খবর আছে। এমন প্রশ্নে পূজা বলেন, ‘প্রেম করি না। তবে নিয়মিত প্রেম ও বিয়ে প্রস্তাব পাই। ফেসবুকেই এসব প্রস্তাব বেশি আসে। তবে প্রেমের গুজব নিয়ে একটা মাজার ঘটনা আছে। আমি আর সিয়াম (আহমেদ) ভালো বন্ধু। একসঙ্গে বেশ কিছু সিনেমা করেছি। সিয়ামের বিয়েতে প্রথম দিকে যেতে পারিনি। তখন হঠাৎ করেই গুজব ছড়াতে থাকে, আমার সঙ্গে সিয়ামের প্রেম ছিল। তাই বিয়েতে যাইনি। শুনে হাসি পেয়েছিল। কারণ, তেমন কিছুই ছিল না। পরীক্ষা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। পরে সময় করে সিয়ামের বিয়ের অনুষ্ঠানে হাজিরা দিলে গুজব সেখানেই শেষ হয়।’

পূজা চেরি
ছবি: সংগৃহীত

‘হৃদিতা’ পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। ‘প্যারাসাইকোলজি’ নামের ওয়েভ সিরিজেও অভিনয় করেছেন পূজা। তাঁর বিপরীতে আছেন শ্যামল মাওলা। এখন ‘মাসুদ রানা’সহ একাধিক সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততা।